Jai Shree Ram Helmet: রামভক্ত বাইকারদের জন্য স্পেশাল জয় শ্রীরাম হেলমেট! দাম কত, কোথায় পাবেন?
Jai Shree Ram Helmet: রামভক্ত বাইকারদের কথা মাথায় রেখে, 'জয় শ্রী রাম' হেলমেট বাজারে আনল বিশ্বের অন্যতম বৃহত্তম হেলমেট নির্মাতা সংস্থা, 'স্টিলবার্ড হাই টেক ইন্ডিয়া লিমিটেড'। সংস্থাটি বলেছে, এই বিশেষ সংস্করণের হেলমেটের মধ্য দিয়ে তারা, অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সাংস্কৃতিক তাত্পর্যকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছে।
নয়া দিল্লি: অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পর থেকে রাম আবেগে কাঁপছে গোটা দেশ। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অভিনব উপায়ে রামলালার ঘরে ফেরা উদযাপন করছেন রাম ভক্তরা। আর এবার রামভক্ত বাইকারদের কথা মাথায় রেখে, ‘জয় শ্রী রাম’ হেলমেট বাজারে আনল বিশ্বের অন্যতম বৃহত্তম হেলমেট নির্মাতা সংস্থা, ‘স্টিলবার্ড হাই টেক ইন্ডিয়া লিমিটেড’। সংস্থাটি বলেছে, এই বিশেষ সংস্করণের হেলমেটের মধ্য দিয়ে তারা, অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সাংস্কৃতিক তাত্পর্যকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছে। তাদের দাবি, এই হেলমেটে অত্যাধুনিক প্রযুক্তি সুরক্ষা ব্যবস্থার সঙ্গে মিশেছে আধ্যাত্মিকতা, মিশেছে ভক্তি।
এসবিএইচ-২৪ জয় শ্রী রাম সংস্করণ হেলমেটগুলি, পাওয়া যাচ্ছে দুটি আকর্ষণীয় রঙে – গাঢ় গেরুয়ার উপর কালো রঙের কারুকাজ এবং কালো রঙের উপর গেরুয়া রঙের কারুকাজ। গেলমেটের নকশায় ভগবান রাম এবং অযোধ্যার রাম মন্দিরের নিখুঁত ছবি রয়েছে। সেই সঙ্গে লেখা রয়েছে জয় শ্রীরাম স্লোগানও। আর রয়েছে শঙ্খ বাজানো অবস্থায় হনুমানের ছবি। এই হেলমটে ব্যবহার করা হয়েছে কুইক রিলিজ বাকল। যার ফলে, এটি পরা এবং খোলা, তুলনায় অনেক সহজ। বাইকাররা দ্রুত বাইক চালানোর জন্য প্রস্তুত হতে পারেন।
নিরাপত্তার সঙ্গেও কোনও আপোষ করা হয়নি এই হেলমেটে। সূর্যের কীরণে চোখ ধাঁধিয়ে যাওয়া আটকাতে ইনার সান শিল্ড। উচ্চতর সুরক্ষার জন্য এতে ব্যবহার করা হয়েছে, থার্মোপ্লাস্টিকের শেল। সুরক্ষার পরীক্ষায় হেলমেটটি প্রচুর নম্বর পেয়েছে। হেলমেটটির ভিজার অর্থাৎ, সামনের স্বচ্ছ অংশটি তৈরি করা হয়েছে অ্যান্টি-স্ক্র্যাচ-কোটেড পলিকার্বোনেট দিয়ে। ফলে, সামনের এই অংশে কোনও দাগ পড়বে না, সহজে রাস্তা দেখতে পাবেন রাইডার। এছাড়া, হেলমেটের পিছনের অংশে রয়েছে রিফ্লেক্টর। রাতের অন্ধকারে যার উপর অন্য গাড়ির আলো পড়লেই চকচক করে উঠবে। ফলে, অন্য গাড়ি সহজে দেখতে পাবে রাইডারকে।
মাঝারি (৫৮০ মিমি) এবং বড় (৬০০ মিমি) দুই আকারে হেলমেটগুলি পাওয়া যাচ্ছে। এই দুই আকার অধিকাংশ বাইকারের প্রয়োজনীয়তা পূরণ করবে বলে দাবি স্টিলবার্ড সংস্থার। প্রাথমিকভাবে, স্টিলবার্ড এসবিএইচ-৩৪ জয় শ্রী রাম সংস্করণের হেলমেটগুলি বিক্রি হচ্ছে ১৩৪৯ টাকায়। পরে চাহিদা অনুযায়ী দাম বাড়তে পারে।