PayTM App: কড়া পদক্ষেপ করেছে RBI, PayTM অ্যাপ ব্যবহারকারীদের কী হবে এবার?
PayTM App: বিগত কয়েক বছরে ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় জনপ্রিয়তা পেয়েছে পেটিএম। পরবর্তী পেমেন্ট ব্যাঙ্ক শুরু হওয়ায় আগ্রহী হন অনেক গ্রাহক। কিন্তু দিনের পর দিন আরবিআই-এর নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তারপরই নেওয়া হয়েছে এই কড়া পদক্ষেপ।
নয়া দিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সম্প্রতি পেটিএম সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে। ওই সংস্থার ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী সংস্থার লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে, এমন আশঙ্কাও তৈরি হয়েছে। আরবিআই-এর জারি করা একাধিক নিয়ম লঙ্ঘন করার অভিযোগে পেটিএম-এর বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যে সংস্থার কর্তাদের সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের বৈঠকও হয়েছে। আর এই ঘটনায় দ্বন্দ্ব তৈরি হয়েছে পেটিএম অ্যাপ ব্যবহারকারীদের মধ্যেও। বিপুল সংখ্যক মানুষ এই অ্যাপ ব্যবহার করে ব্যবসা করেন বা লেনদেন করেন। সেই সব মানুষজনের কী কোনও অসুবিধা হবে?
তবে সেই সব গ্রাহকদের জন্য স্বস্তির খবর শোনাল রিজার্ভ ব্যাঙ্ক। জানানো হয়েছে, পেটিএম অ্যাপের কোনও প্রভাব পড়বে না। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে আরবিআই-এর ডেপুটি গভর্নর স্বামীনাথন জে জানিয়েছেন, অ্যাপ নিয়ে বারবার প্রশ্ন উঠছে। তাই এ কথা স্পষ্ট করে দেওয়া হল যে অ্যাপের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। তিনি বলেন, ‘যা পদক্ষেপ করা হয়েছে তা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে, পেটিএম অ্যাপের বিরুদ্ধে নয়।’
বিগত কয়েক বছরে ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় জনপ্রিয়তা পেয়েছে পেটিএম। পরবর্তী পেমেন্ট ব্যাঙ্ক শুরু হওয়ায় আগ্রহী হন অনেক গ্রাহক। কিন্তু দিনের পর দিন আরবিআই-এর নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে গত বছরই পেটিএম পেমেন্ট ব্যাঙ্ককে সতর্ক করা হয়েছিল। পেটিএম পেমেন্ট ব্যাঙ্ককে কেউ নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছিল আরবিআই-এর তরফে। এবার পরিষেবা বন্ধ করার বলা হতেই উদ্বেগ বেড়েছে গ্রাহকদের।