Banking Fee Hike: মেসেজ ঢুকলেই অ্যাকাউন্ট থেকে কাটবে টাকা, ব্যাঙ্কের এই নতুন আপডেট জানেন তো?

Banking Update: গত ১৫ ডিসেম্বর থেকেই এই নিয়ম চালু হয়েছে। অর্থাৎ এবার থেকে অ্যাক্সিস ব্যাঙ্কের গ্রাহকদের মোবাইলে মেসেজ ঢুকলেই তার জন্য সার্ভিস ফি কেটে নেওয়া হবে।

Banking Fee Hike: মেসেজ ঢুকলেই অ্যাকাউন্ট থেকে কাটবে টাকা, ব্যাঙ্কের এই নতুন আপডেট জানেন তো?
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Dec 17, 2024 | 1:29 PM

নয়া দিল্লি: বছর শেষে বড় খবর। বাড়ছে ব্যাঙ্কিং চার্জ। এবার থেকে মোবাইলে মেসেজ ঢুকলেই পকেট থেকে খসবে টাকা। ব্যাঙ্কের এই নতুন নিয়ম সম্পর্কে জানেন না অনেকেই। টাকা কাটার আগেই জেনে নিন এই নতুন আপডেট।

আগে ব্যাঙ্কে লেনদেনের হিসাব রাখার জন্য পাসবুক আপডেট করার প্রয়োজন পড়ত। কিন্তু এখন পাসবুক আপডেট করা বা ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন পড়ে না এখন আর। ব্যাঙ্কের যাবতীয় লেনদেনের আপডেট মোবাইলেই পাওয়া যায়। অ্যাকাউন্ট থেকে টাকা তোলাই হোক বা টাকা জমা পড়া কিংবা চেক ক্লিয়ার হয়ে যাওয়া, সমস্ত আপডেটই মেসেজে পাওয়া যায়। অনেকেই মনে করেন, এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। তবে এটা মোটেও সঠিক নয়। এই পরিষেবার জন্য ব্যাঙ্ক চার্জ কাটে।

এবার দেশের অন্যতম বড় বেসরকারি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক তাদের এসএমএস পরিষেবার চার্জ বাড়াচ্ছে। অ্যাক্সিস ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কিং সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য প্রতি এসএমএস পিছু ২৫ পয়সা করে কাটা হবে। প্রতি ত্রৈমাসিকে অর্থাৎ তিন মাস অন্তর ১৫ টাকা করে চার্জ কাটা হবে গ্রাহকদের কাছ থেকে।

গত ১৫ ডিসেম্বর থেকেই এই নিয়ম চালু হয়েছে। অর্থাৎ এবার থেকে অ্যাক্সিস ব্যাঙ্কের গ্রাহকদের মোবাইলে মেসেজ ঢুকলেই তার জন্য সার্ভিস ফি কেটে নেওয়া হবে।

তবে কিছু গ্রাহকরা এই পরিষেবা ফি থেকে ছাড়ও পাবেন। অ্যাক্সিস ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, প্রিমিয়াম অ্যাকাউন্ট হোল্ডার, ব্যাঙ্কের কর্মী, বেতনভুক্ত অ্যাকাউন্ট হোল্ডার, ছোট ও বেসিক অ্যাকাউন্ট ক্ষেত্রে এসএমএস চার্জ নেওয়া হবে না। এর আগে ২০২১ সালে, ট্রাই-র নিয়ম অনুযায়ী চার্জ বাড়িয়েছিল।