Trai: মোবাইল হোক বা ল্যান্ডলাইন, ফোন নম্বরও এবার কিনতে হতে পারে টাকা দিয়ে!
Trai: একটিও ফোন না করলে বা একটিও ফোন না ধরলেও, শুধুমাত্র একটি মোবাইল নম্বর বা ল্যান্ডলাইন নম্বর থাকা জন্য়ই এবার টাকা দিতে হতে পারে। টেলিকম নিয়ন্ত্রক ট্রাই এমনই এক প্রস্তাব দিয়েছে। তারা বলেছে, ফোন নম্বর অত্যন্ত মূল্যবান সার্বজনিক সম্পদ। এই সম্পদ অসীম নয়।
নয়া দিল্লি: একটিও ফোন না করলে বা একটিও ফোন না ধরলেও, শুধুমাত্র একটি মোবাইল নম্বর বা ল্যান্ডলাইন নম্বর থাকা জন্য়ই এবার টাকা দিতে হতে পারে। টেলিকম নিয়ন্ত্রক ট্রাই এমনই এক প্রস্তাব দিয়েছে। তারা বলেছে, ফোন নম্বর অত্যন্ত মূল্যবান সার্বজনিক সম্পদ। এই সম্পদ অসীম নয়। তাই এই নম্বরের প্রেক্ষিতে মোবাইল অপারেটরদের উপর বাড়তি চার্জ আরোপ করা যেতে পারে। ট্রাইয়ের প্রস্তাব অনুযায়ী, এই চার্জ ব্যবহারকারীদের কাছ থেকেই তুলতে পারে অপারেটররা। একই সঙ্গে, যে সকল অপারেটররা এই সংখ্যা সম্পদ ধরে রেখেছে অথচ, ব্যবহার কম করে, তাদের উপর জরিমানা আরোপ করার কথাও বিবেচনা করছে ট্রাই।
ট্রাইয়ের প্রস্তাবে বলা হয়েছে, সংখ্যা সম্পদ বরাদ্দ করার জন্য পরিষেবা প্রদানকারীরা শুধুমাত্র কঠোর মানদণ্ড মেনে চললেই, তারা সংখ্যা সম্পদগুলির ন্যায়পূর্ণ এবং দক্ষ ব্যবহার করবে, তা নাও হতে পারে। যে সমস্ত সম্পদ সীমিত, সেগুলির ন্যায়পূর্ণ এবং দক্ষ ব্যবহার নিশ্চিত করার অন্যতম উপায় হল বাড়তি চার্জ আরোপ করা। বস্তুত, টেলিফোন নম্বরের জন্য এই রকম বাড়তি টাকা দেওয়ার ব্যবস্থা বিশ্বের বেশ কয়েকটি দেশে ইতিমধ্যেই চালু আছে। এই দেশগুলির মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, বেলজিয়াম, ফিনল্যান্ড, ব্রিটেন, লিথুয়ানিয়া, গ্রিস, হংকং, বুলগেরিয়া, কুয়েত, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, পোল্যান্ড, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ডেনমার্ক। এর মধ্যে, কয়েকটি দেশে এই টাকা দিতে হয় মোবাইল অপারেটরদের। অন্যান্য দেশে গ্রাহকদেরই এই খেসারত দিতে হয়।
কীভাবে ধার্য করা হবে এই চার্জ? ট্রাইয়ের প্রস্তাব অনুযায়ী, প্রতিটি নম্বরের উপর এককালীন চার্জ আরোপ করা হতে পারে। অন্যথায় পরিষেবা প্রদানকারীদের বরাদ্দ করা প্রতিটি সংখ্যা সম্পদের জন্য বছর বছর চার্জ আরোপ করা যেতে পারে।