Jio satellite internet: মাস্ককেও হারিয়ে দিলেন অম্বানি! জিও-র হাতে স্যাটেলাইট ইন্টারনেটের অনুমোদন
Jio satellite internet: ইলন মাস্কের 'স্টারলিঙ্ক' সংস্থা যেমন স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা প্রদান করে, এবার ভারতে সেই রকমি এক স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা আনতে চলেছে মুকেশ অম্বানির জিও। লুক্সেমবার্গের এসইএস সংস্থার সঙ্গে জিও-র এই যৌথ উদ্যোগের নাম 'অরবিট কানেক্ট ইন্ডিয়া'। বৃহস্পতিবার (১৩ জুন), এক সরকারি সূত্র জানিয়েছে, স্যাটেলাইট পরিচালনার জন্য এই সংস্থাকে অনুমোদন দিয়েছে ভারতীয় মহাকাশ নিয়ন্ত্রক।
নয়া দিল্লি: ইলন মাস্কের ‘স্টারলিঙ্ক’ সংস্থা যেমন স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা প্রদান করে, এবার ভারতে সেই রকমি এক স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা আনতে চলেছে মুকেশ অম্বানির জিও। লুক্সেমবার্গের এসইএস সংস্থার সঙ্গে জিও-র এই যৌথ উদ্যোগের নাম ‘অরবিট কানেক্ট ইন্ডিয়া’। বৃহস্পতিবার (১৩ জুন), এক সরকারি সূত্র জানিয়েছে, স্যাটেলাইট পরিচালনার জন্য এই সংস্থাকে অনুমোদন দিয়েছে ভারতীয় মহাকাশ নিয়ন্ত্রক। এখনও পর্যন্ত ইন্টারনেটের গতিতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা, ফাইবার ইন্টারনেটের থেকে পিছিয়ে আছে। স্টারলিঙ্কের বর্তমানে সর্বোচ্চ গতি হল ১০০ এমবিপিএস। ফাইবার ইন্টারনেটের গতি ১ জিবিপিএস পর্যন্ত ওঠে। তবে, শিগগিরই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটের গতি ১০ জিবিপিএস-এ উঠতে পারে।
সূত্র জানিয়েছে, ‘অরবিট কানেক্ট ইন্ডিয়া’-কে এপ্রিল এবং জুন মাসের শুরুতেই এই অনুমোদন দিয়েছে ভারতীয় জাতীয় মহাকাশ প্রচার ও অনুমোদন কেন্দ্র বা ইন-স্পেস। এর ফলে, অরবিট কানেক্ট ইন্ডিয়া এখনই ভারতের উপরে স্যাটেলাইট পরিচালনা করতে পারবে। তবে এই কর্মকাণ্ড শুরু করার জন্য দেশের টেলিকম বিভাগের আরও কিছু অনুমোদনের প্রয়োজন। রিলায়েন্স জিওর পক্ষ থেকে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
তবে, ভারতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা দানের ক্ষেত্রে বড় প্রতিযোগিতার মোকাবিলা করতে হবে জিও-কে। ইন-স্পেসের চেয়ারম্যান, পবন গোয়েঙ্কা জানিয়েছেন, ভারতে স্যাটেলাইট পরিচালনার অনুমোদন পেয়েছে ‘ইনমারস্যাট’ নামে আরও এক সংস্থাও। এছাড়া, ইলন মাস্কের স্টারলিঙ্ক এবং অ্যামাজন ডটকমের ‘কুইপার’ নামে আরও দুটি কোম্পানি আবেদন করেছে।
ইন-প্সেসের চেয়ারম্যান, পবন গোয়েঙ্কা জানিয়েছেন, ইনমারস্যাট, উচ্চ-গতির স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সরবরাহ করার প্রত্যাশী আরেকটি সংস্থা, ভারতে স্যাটেলাইট পরিচালনার অনুমোদনও পেয়েছে। ইলন মাস্কের ‘স্টারলিঙ্ক’ এবং অ্যামাজন ডটকমের ‘কুইপার’ সংস্থাও এই অনুমোদনের জন্য আবেদন করেছে। এছাড়া, ভারতী এন্টারপ্রাইজ-সমর্থিত ‘ওয়ানওয়েব’ সংস্থাকেও গত বছরের শেষের দিকে এই অনুমোদন দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, আগামী পাঁচ বছরে, প্রতি বছর ৩৬ শতাংশ করে বৃদ্ধি পাবে ভারতের উপগ্রহ-ভিত্তিক ব্রডব্যান্ড পরিষেবার বাজার। ২০৩০ সালের মধ্যে এই বাজার ১৯০ কোটি মার্কিন ডলারে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।