Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Insta Maid: এবার ১৫ মিনিটেই ডেলিভারি হবে ‘কাজের লোক’! নেবে মাত্র ৪৯ টাকা, কারা আনল এই পরিষেবা?

Insta Maid: এই রকমই হাজারো সমস্যার সমাধান খুঁজতে এবার ময়দানে নেমে পড়েছে আর্বান কোম্পানি (Urban Company)। খাবার ডেলিভারির মতোই এবার ১৫ মিনিটেই বাড়িতে 'কাজের লোক' পাঠিয়ে দেবে তারা।

Insta Maid: এবার ১৫ মিনিটেই ডেলিভারি হবে 'কাজের লোক'! নেবে মাত্র ৪৯ টাকা, কারা আনল এই পরিষেবা?
প্রতীকী ছবিImage Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Mar 14, 2025 | 6:16 PM

মুম্বই: বাড়ির পরিচারক বা পরিচারিকা নিয়ে হামেশাই ভুগতে হয় মালিকদের। কখনও হঠাৎ না বলেই কামাই, কখনও বা হঠাৎ বেতন বাড়ানোর ‘হুমকি’। কারওর ক্ষেত্রে আবার দেখা যায়, যে বাড়িতে একা থাকেন, নিজের কাজ নিজেই করেন। কিন্তু মাঝে মধ্য়ে দু-একদিন দরকার পড়ে পরিচারক বা পরিচারিকার। কিন্তু দরকার পড়লেও তো উপায় নেই। মাসে এক-দু’দিনের জন্য বাড়িতে এসে কাজ করতে কেউই চাইবে না।

এই রকমই হাজারো সমস্যার সমাধান খুঁজতে এবার ময়দানে নেমে পড়েছে আর্বান কোম্পানি (Urban Company)। খাবার ডেলিভারির মতোই এবার ১৫ মিনিটেই বাড়িতে ‘কাজের লোক’ পাঠিয়ে দেবে তারা। আর এই পরিষেবায় খরচ কত হবে? সংস্থা সূত্রে জানা গিয়েছে, একটা গোটা দিন হোক বা গোটা মাস, এমনকি কয়েক ঘণ্টার জন্য বাড়িতে ‘কাজের লোক’ পাঠিয়ে দেবে তারা। আর তার জন্য খরচ পড়বে মাত্র ৪৯ টাকা।

কোথায় কোথায় মিলবে এই পরিষেবা?

সংস্থা সূত্রে খবর, এখনই কিন্তু দেশের সব শহরে এই পরিষেবা দেবে না তারা। আপাতত পাইলট প্রোজেক্ট হিসাবে মুম্বইয়ে চালু হয়েছে এই ‘ইনস্টা মেইড’ পরিষেবা। যা আপাতত কিছু অফারের কারণে ৪৯ টাকা প্রতি ঘণ্টায় পাওয়া গেলেও, পরিচারক আনতে আসল খরচ পড়বে ২৪৫ টাকা প্রতি ঘণ্টা। তবে কী কী কাজ করবে এই ‘ইনস্টা মেইড’রা? সংস্থা সূত্রে জানা গিয়েছে, ঘর গোছানো, বাসনপত্র পরিষ্কার, রান্নাবান্নার মতো সব কাজই করবেন এনারা।