Air Condition: ঘাম হবে না, ঘর হবে বরফের মতো ঠাণ্ডা, AC-র এই বিশেষ মোডটা চিনে নিন

Air Condition: এই প্রক্রিয়াটি ঘরে আর্দ্রতার মাত্রা হ্রাস করে, যার ফলে বাতাস শীতল এবং আরামদায়ক বোধ হয়। তবে এই মোডে এসি চালালে শ্বাসকষ্টের কারণ হতে পারে। বর্ষাকালে বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকে, তাই এই সময় ড্রাই মোড ব্যবহার করা উচিত।

Air Condition: ঘাম হবে না, ঘর হবে বরফের মতো ঠাণ্ডা, AC-র এই বিশেষ মোডটা চিনে নিন
এয়ার কন্ডিশনImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: May 13, 2024 | 9:40 PM

কলকাতা: পরপর কয়েকদিন বৃষ্টি হল কলকাতা সহ একাধিক জায়গায়। তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তিও মিলেছে। তবে বৃষ্টি শেষ হলে আবারও গরম বাড়বে, আবার রাতে এসি চালিয়েই ঘুমোতে হবে। তাপমাত্রা মাঝে মধ্যে এতটাই বেড়ে যায় যে এসি-ও কোনও কাজ করে না। তাই জেনে রাখা জরুরি, কোন মোডে চালালে দ্রুত ঘর ঠাণ্ডা করার কাজ করে এসি।

ড্রাই মোড হল এয়ার কন্ডিশনারের একটি বিশেষ বৈশিষ্ট্য যা ঘর থেকে অতিরিক্ত আর্দ্রতা দূর করে ও ঘরকে শীতল ও শুষ্ক রাখে। ড্রাই মোডে, এসির কুলিং কয়েল ঘরের তাপমাত্রা কিছুটা কমিয়ে দেয়। এছাড়া যখন উষ্ণ এবং আর্দ্র বাতাস যখন অস্বস্তি বাড়াচ্ছে, তখন এতে উপস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং জলের ফোঁটায় পরিণত হয়। এই জল এসির ভিতরে জমা হয় এবং একটি পাইপের মাধ্যমে প্রবাহিত হয়।

এই প্রক্রিয়াটি ঘরে আর্দ্রতার মাত্রা হ্রাস করে, যার ফলে বাতাস শীতল এবং আরামদায়ক বোধ হয়। তবে এই মোডে এসি চালালে শ্বাসকষ্টের কারণ হতে পারে। বর্ষাকালে বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকে, তাই এই সময় ড্রাই মোড ব্যবহার করা উচিত। তবে সব এসি-তে ড্রাই মোড থাকে না, আছে কি না তা জানতে ম্যানুয়াল দেখতে হবে। এই মোডে বিদ্যুতের খরচও একটু বেশি পড়ে।