ITC Share Price: হঠাৎ কী হল আইটিসি-র শেয়ারের? কেন বাড়ছে দাম?
ITC Share Price: তথ্য বলছে, গত এক সপ্তাহে আইটিসি-র শেয়ার দর বেড়েছে ৬.৭০ শতাংশ। একদিনে বেড়েছে ০.৩৮ শতাংশ। বর্তমানে বুধবারের কেনাকাটার পর নতুন দাম দাঁড়িয়েছে ৪৯৪.০৫ টাকা। কিন্তু, ট্রেডিং সেশনের এক এক সময় দাম ৫০০ টাকার গণ্ডিও ছাড়িয়ে যায়।
কলকাতা: হঠাৎ কী করে কী হল আইটিসির শেয়ারের? কেন বাড়ছে দাম? বাজেট পেশের পরেই প্রশ্নটা ঘোরাফেরা করছে অনেকের মনেই। উত্তরও কিন্তু বাজেটেই। সাধারণত দেখা যায় বাজেট এলেই বাড়ে সিগারেটের দাম। শুধু সিগারেট নয় বাজেট এলেই প্রতি বছর তামকজাত প্রায় সব পণ্যের দাম বেড়ে যায়। কিন্তু এবার দেখা গিয়েছে একেবারে ভিন্ন চিত্র। এবারে কোনও ট্যাক্স কমেনি, কোনও ট্যাক্স বাড়েওনি। তাতেই খুশির হাওয়া আইটিসির বিনিয়োগকারীদের মধ্যে। হু হু করে বাড়ছে দাম। ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম বেড়েছে আইটিসি-র।
তথ্য বলছে, গত এক সপ্তাহে আইটিসি-র শেয়ার দর বেড়েছে ৬.৭০ শতাংশ। একদিনে বেড়েছে ০.৩৮ শতাংশ। বর্তমানে বুধবারের কেনাকাটার পর নতুন দাম দাঁড়িয়েছে ৪৯৪.০৫ টাকা। কিন্তু, ট্রেডিং সেশনের এক এক সময় দাম ৫০০ টাকার গণ্ডিও ছাড়িয়ে যায়। একসময় দাম ঘোরাফেরা করে ৫০৯ থেকে ৫১০ টাকার আশপাশে। এক পর্যায়ে ৫১০ টাকার গণ্ডিও ছাড়িয়ে যায়। যা ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। বাজেটের দিন এক লাফে প্রায় ৫ শতাংশ পর্যন্ত বাড়তে দেখা গিয়েছিল আইটিসির শেয়ার দর। বর্তমানে সংস্থার মার্কেট ক্যাপ দাঁড়িয়েছে ৬,১৪,৮৫৯ কোটি টাকা।
প্রসঙ্গত, এবারের বাজেটে তামাকজাত পণ্যের উপরে করের ক্ষেত্রে কোনও সংশোধন হয়নি। একইসঙ্গে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটিতেও বিশেষ কোনও পরিবর্তনের ঘোষণা করেনি সরকার। ফলে সিগারেটের পাশাপাশি বাড়ছে না মদের দামও।
বিঃ দ্রঃ – শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ। এখানে বিনিয়োগের কোনও নির্দিষ্ট ফর্মূলা নেই। তাই এখানে বিনিয়োগ নিজের দায়িত্বে করা উচিত।