Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Daal Price: অর্ধেক দামে মিলছে ‘ভারত ডাল’, কোথায় পাবেন?

Daal Price: নভেম্বর মাসের শুরুতে, সরকার 'ভারত আটা' বিক্রি শুরু করে। যার দাম প্রতি কেজি ২৭.৫০ টাকা। সারা দেশে মোট ২০০০টি আউটলেট থেকে বিক্রি করা হচ্ছে এই আটা। এবার বাজারে এল সস্তার ডালও। মূল্যবৃদ্ধি থেকে অনেকটাই সস্তায় মিলবে ডাল।

Daal Price: অর্ধেক দামে মিলছে 'ভারত ডাল', কোথায় পাবেন?
সস্তায় মিলছে ডাল
Follow Us:
| Edited By: | Updated on: Nov 15, 2023 | 6:51 AM

নয়া দিল্লি: মূল্যবৃদ্ধি নিয়ে বারবার কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। সবজি থেকে শুরু করে চাল-ডাল সবকিছুর দামেই কার্যত নাভিঃশ্বাস উঠেছিল মধ্যবিত্তের। সম্প্রতি আলুর দাম এতটাই বেড়ে গিয়েছিল যে হাত ছোঁয়াতেই ভয় পাচ্ছিলেন সাধারণ মানুষ। এবার সেই বর্ধিত মূল্যে রাশ টানতে ময়দানে নেমেছে মোদী সরকার। প্রায় অর্ধেক দামে ‘ভারত আটা’ আগেই আনা হয়েছে বাজারে। আর এবার এল ‘ভারত ডাল’। অনেক সস্তায় ডাল কিনতে পারবেন সাধারণ নাগরিকেরা।

গত জুলাই মাসে কেন্দ্রীয় সরকার একটি পাইলট প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পে নাফেদ (National Agricultural Cooperative Marketing Federation of India Ltd)-এর মাধ্যমে সস্তায় খাদ্য দ্রব্য বিক্রি করা হচ্ছে। জানা গিয়েছে, এই উদ্যোগে এক কেজি চানা ডাল পাওয়া যাবে ৬০ টাকা কেজি দরে। শীঘ্রই এটি সারা দেশে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। ডালের বাজার মূল্যের প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে এই ডাল।

বর্তমানে ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া (NAFED), ন্যাশনাল কনজিউমার কো-অপারেটিভ ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড (NCCF), কেন্দ্রীয় ভাণ্ডার ও সফল স্টোর থেকে ‘ভারত ডাল’ বিক্রি করা হচ্ছে। এছাড়া সরকার মোবাইল ভ্যানেও এই ডাল বিক্রি করছে। সঙ্গে বিক্রি হচ্ছে ‘ভারত আটা’ও।

নভেম্বর মাসের শুরুতে, সরকার ‘ভারত আটা’ বিক্রি শুরু করে। যার দাম প্রতি কেজি ২৭.৫০ টাকা। সারা দেশে মোট ২০০০টি আউটলেট থেকে বিক্রি করা হচ্ছে এই আটা। এছাড়াও ৮০০টি মোবাইল ভ্যানের মাধ্যমে ‘ভারত আটা’ বিক্রি করা হচ্ছে। এছাড়া এই সব আউটলেট থেকে পেঁয়াজও বিক্রি করা হচ্ছে। ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সেই পেঁয়াজ।