Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১৪ জুলাই থেকে Zomato আইপিও-র জন্য আবেদন করা যাবে, প্রতি শেয়ারের দাম ৭২-৭৪

Zomato IPO: করোনা আবহে অন্যান্য অনেক সেক্টর ক্ষতির মুখ দেখলেও খাবার ডেলিভারির ব্যবসায় লাভের মুখ দেখেছে জোমাটো

১৪ জুলাই থেকে Zomato আইপিও-র জন্য আবেদন করা যাবে, প্রতি শেয়ারের দাম ৭২-৭৪
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2021 | 8:07 PM

মুম্বই: সাধারণ বিনিয়োগকারীদের থেকে টাকা তুলতে আইপিও খুলছে ফুড ডেলিভারি সংস্থা জোমাটো। আগামী ১৪ থেকে ১৬ জুলাই বিনিয়োগের জন্য খুলে দেওয়া হবে জোমাটোর আইপিও। প্রতি শেয়ারের দাম ধার্য করা হয়েছে ৭২ থেকে ৭৪ টাকা। অতিমারির মধ্যেও লাভের মুখ দেখেছে এই সংস্থা। তারপরই এই সিদ্ধান্ত।

বাজার থেকে ৯০০০ কোটি টাকা তুলতে আইপিও খুলছে জোমাটো। ১৪ জুলাই থেকে আবেদন করতে পারবেন বিনিয়োগকারীরা। ন্যুনতম ১৯৫টি শেয়ার (ইকুইটি) কিনতে হবে বিনিয়োগকারীকে। অর্থাৎ শেয়ার প্রতি ৭৬ টাকা হিসেবে ন্যুনতম ১৪,৮২০ টাকার শেয়ার কিনতে হবে। সংস্থার কর্মীদের জন্য সংরক্ষিত থাকবে ৬৫ লক্ষ ইকুইটি শেয়ার। জোমাটোর আইপিও বিক্রির তত্ত্বাবধানে থাকবে কোটাক মাহিন্দ্রা ক্যাপিটাল, মরগ্যান স্ট্যানলে ইন্ডিয়া, ক্রেডিট সুইস সিকিউরিটিজ ও সিটিগ্রুপ গ্লোবাল। আইপিও থেকে ওঠা টাকা ভবিষ্যতে ব্যবসার অগ্রগতির ক্ষেত্রে কাজে লাগাবে জোমাটো।

বর্তমানে দেশের ৫২৫টি শহরে জোমাটো কাজ করে। তাদের সঙ্গে যুক্ত রয়েছে ৩৮৯,৯৩২ টি রেস্তোরাঁ। গত তিন বছর ধরে খাবার ডেলিভারি সংস্থা হিসেবে জোমাটির অ্যাপই সবথেকে বেশি ডেলিভারি হয়। দেশের বাইরে ২৩টি দেশে রয়েছে জোমাটো। গত কয়েক মাসে জোমাটো ব্যবসা বাড়িয়েছে উল্লেখযোগ্য হারে। ২০২১-এর প্রথম তিন মাসে জোমাটোর রেভিনিউ এসেছে ১৩৬৭ কোটির।

আরও পড়ুন: ডিসেম্বরের মধ্যেই কি সকল প্রাপ্তবয়স্কদের টিকাকরণ সম্ভব? কোন পথে এগোলে মিলবে সমাধান?

টাকা তুলতে সেবির কাছে আইপিও খোলার আবেদন জানিয়েছিল জোমাটো। সেবি সেই আবেদন গ্রহণ করেছে। জোমাটোর সিইও দীপেন্দর গোয়েল বলেন, ফুড ডেলিভারি ব্যবসার অনুকুল সময় চলছে। ভ্যাকসিন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ব্যবসা আরও বাড়বে বলে মনে করছেন তিনি।