Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF Admit Card: বিএসএফের Group B, C-এর অ্যাডমিট কার্ড দেওয়া শুরু, কীভাবে ডাউনলোড করবেন জেনে নিন

BSF: ৬ অগস্ট ২০২৩ প্রথম ধাপের পরীক্ষা হবে সকাল সাড়ে ৮টা থেকে। চলবে ,সাড়ে ১০টা পর্যন্ত। দ্বিতীয়ার্ধের পরীক্ষা শুরু হবে সাড়ে ১২টা থেকে। চলবে আড়াইটে পর্যন্ত। তৃতীয়ার্ধের পরীক্ষা হবে বিকেল সাড়ে ৪টে থেকে ৬টা পর্যন্ত।

BSF Admit Card: বিএসএফের Group B, C-এর অ্যাডমিট কার্ড দেওয়া শুরু, কীভাবে ডাউনলোড করবেন জেনে নিন
বিএসএফ-এর হাতে গ্রেফতারImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2023 | 9:30 AM

সীমা সুরক্ষা বল বা বিএসএফের (BSF) গ্রুপ ‘বি’ ও গ্রুপ ‘সি’র (Combatised) (নন-গেজেটেড-নন মিনিস্ট্রিয়াল) ওয়াটার উইং পদের জন্য লিখিত পরীক্ষার এডমিট কার্ড (BSF Admit Card 2023) ছাড়া হয়েছে। আগামী ৬ অগস্ট ২০২৩ এই পদের জন্য লিখিত পরীক্ষা হবে। যাঁরা আবেদন করেছেন বিএসএফের ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

৬ অগস্ট ২০২৩ প্রথম ধাপের পরীক্ষা হবে সকাল সাড়ে ৮টা থেকে। চলবে ,সাড়ে ১০টা পর্যন্ত। দ্বিতীয়ার্ধের পরীক্ষা শুরু হবে সাড়ে ১২টা থেকে। চলবে আড়াইটে পর্যন্ত। তৃতীয়ার্ধের পরীক্ষা হবে বিকেল সাড়ে ৪টে থেকে ৬টা পর্যন্ত।

কীভাবে বিএসএফের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন

প্রথম ধাপ: বিএসএফের অফিশিয়াল ওয়েবসাইট rectt.bsf.gov.in -এ যান

দ্বিতীয় ধাপ: হোমপেজে Downloaded Admit card of BSF Multi Post Exam scheduled on 6th Aug 2023 -এ ক্লিক করুন

তৃতীয় ধাপ: নতুন যে পেজটি খুলছে সেখানে আপনার রোল নম্বর লিখুন। সঙ্গে জন্মতারিখের বিস্তারিত। সাবমিট করুন

চতুর্থ ধাপ: আপনার বিএসএফ হল টিকিট স্ক্রিনে এসে যাবে

পঞ্চম ধাপ: অবশ্যই একটি প্রিন্ট আউট নিয়ে রাখুন।পরবর্তীতে কাজে লাগবে

সরাসরি লিঙ্ক: অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন

মোট ২৮১টি শূন্যপদ পূরণে এই নিয়োগ হচ্ছে। এরমধ্যে ১৬ জন এসআই, ১৩৫ জন হেড কনস্টেবল, ১৩০ জন কনস্টেবল পদে নিয়োগ হবে

সিলেকশন পদ্ধতি

প্রথম ভাগ: লিখিত পরীক্ষা

দ্বিতীয় ভাগ: ডকুমেন্টেশন, শারীরিক মাপজোক, শারীরিক সক্ষমতার পরীক্ষা, ট্রেড টেস্ট, মেডিক্যাল পরীক্ষা