ITBP Recruitment : ITBP-তে হেড কনস্টেবল নিয়োগ, মাসিক বেতন প্রায় ৮১ হাজার টাকা
ITBP Recruitment : ITBP-তেI নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১১ নভেম্বর আবধি করা যাবে আবেদন।
চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ। উৎসবের মরসুমে চাকরি প্রার্থীদের মুখে এবার হাসি ফোটার পালা। কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থা :
ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ বাহিনী (Indo-Tibetan Border Police Force)
পদের নাম :
হেড কনস্টেবল (Head Constable) পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা :
এই পদে আবেদনের জন্য শারীরবিদ্যায় ডিগ্রি অর্জন করতে হবে।
বয়সসীমা :
২০২২ সালের ১১ নভেম্বর অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
বেতন :
প্রতি মাসে বেতন মিলবে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত।
আবদেন পদ্ধতি :
পশ্চিমবঙ্গের যেকোনও জেলার ছেলে ও মেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারেন। অনলাইনেই করা যাবে আবেদন। আবেদন করার আগে www.recruitment.itbppolice.nic.in এ গিয়ে প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে।
আবেদন মূল্য :
অসংরক্ষিত প্রার্থীদের আবেদন মূল্য বাবদ ১০০ টাকা করে দিতে হবে। মহিলা বা প্রাক্তন কর্মী, তফসিলি উপজাতি ও তফসিলি জনজাতিদের থেকে আবেদন মূল্য বাবদ কোনও টাকা নেওয়া হবে না।
আবেদন শুরুর তারিখ :
১৩ অক্টোবর থেকে শুরু হবে আবেদেন।
আবেদনের শেষ তারিখ :
১১ নভেম্বর অবধি আবেদন করা যাবে।
নির্বাচন পদ্ধতি :
কয়েক ধাপে প্রার্থী বাছাই প্রক্রিয়া চলবে। লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা, মেডিক্যাল পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন
আবেদন করতে ক্লিক করুন