IBPS Recruitment 2023: কেন্দ্র অধীনস্থ এই সংস্থায় ১৪০০-রও বেশি পদে চলছে নিয়োগ, এই তারিখের মধ্যে করুন আবেদন
IBPS Recruitment 2023: ১ অগস্ট থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। শূন্যপদে আবেদনের শেষ তারিখ ২১ অগস্ট।

নয়া দিল্লি: যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য রয়েছে সুখবর। ইন্সটিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আইবিপিএসের তরফে জানানো হয়েছে, আইটি অফিসাপ, এগ্রিকালচার ফিল্ড অফিসার, ল অফিসার, মার্কেটিং অফিসার সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ ২১ অগস্ট।
ইন্সটিটিউট অব ব্য়াঙ্কিং পার্সোনাল সিলেকশনের তরফে জানানো হয়েছে, মোট ১৪০২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
আবেদন পাঠানোর সময়সীমা-
১ অগস্ট থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। শূন্যপদে আবেদনের শেষ তারিখ ২১ অগস্ট।
শূন্যপদ-
এগ্রিকালচার ফিল্ড অফিসার– মোট ৫০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
পার্সোনেল অফিসার– মোট ৩১টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
আইটি অফিসার– ১২০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ল অফিসার– ১০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
মার্কেটিং অফিসার– ৭০০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
রাজভাষা অধিকারী– মোট ৪১টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
বয়সসীমা-
এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীদের বয়সসীমা ২০ থেকে ৩০ বছরের মধ্যে ধার্য করা হয়েছে। তবে সরকারি নিয়ম অনুযায়ী, জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের বয়সসীমার উপরে ছাড় দেওয়া হয়েছে।
আবেদন ফি-
এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীদের ৮৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের ১৭৫ টাকা আবেদন ফি জমা দিতে হবে।





