India Post Recruitment : ভারতীয় ডাকবিভাগে চলছে নিয়োগ, মাধ্যমিক পাশেই মিলবে মোটা বেতন, এখনি করুন আবেদন

India Post Recruitment : ভারতীয় ডাকবিভাগে একাধিক পদে চলছে নিয়োগ। মাধ্যমিক পাশেই করা যাবে আবেদন। নিয়োগ করা হবে ১৭ টি শূন্যপদে।

India Post Recruitment : ভারতীয় ডাকবিভাগে চলছে নিয়োগ, মাধ্যমিক পাশেই মিলবে মোটা বেতন, এখনি করুন আবেদন
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jun 13, 2022 | 8:45 AM

কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করার স্বপ্ন দেখেন অনেকেই। তার অন্যতম দুটি কারণই হল- নিরাপত্তা,বেতন ও সুযোগ-সুবিধা। কেন্দ্রীয় সরকারে বিভিন্ন বিভাগে নিয়োগ হয়ে থাকে। সকলেই যে গ্রুপ A ও B এর জন্য আবেদন করেন, তা নয়। স্বল্প যোগ্যতার জন্য তৈরি পদগুলির বিজ্ঞপ্তির জন্যও মুখিয়ে থাকেন বহু চাকরি প্রার্থী। সেইসব চাকরি প্রার্থীর হয়তো অপেক্ষার দিন শেষ। কারণ ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

মোট শূন্যপদ :

১৭ টি পদে নিয়োগ করা হবে।

পদের নাম :

স্টাফ কার ড্রাইভার

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা :

স্টাফ কার ড্রাইভার পদে আবেদনের জন্য আবেদনকারীকে কোনও স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাধ্য়মিক পাশ করতে হবে। এর পাশাপাশি কমপক্ষে তিন বছর ভারী ও হালকা মোটর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনাকারীর ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এছাড়াও মোটর মেক্যানিজ়মের জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা :

২০২২ এর ১ জানুয়ারি অনুযায়ী প্রার্থীর বয়স ৫৬ বছরের মধ্য়ে হতে হবে।

বেতন :

সপ্তম পে লেভেল অনুযায়ী মাসিক বেতন হবে ১৯,৯০০ টাকা।

আবেদন পদ্ধতি :

অফলাইনেই করা যাবে আবেদন। নির্দিষ্ট ঠিকানায় প্রয়োজনীয় নথিপত্র সহ একটি আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা :

The Senior Manager, Mail Motor Service, 134-A,S. K. Ahire Marg Worli, Mumbai- 400018

প্রয়োজনীয় নথিপত্র :

আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে –

বয়সের প্রমাণপত্র

শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও শংসাপত্র

ড্রাইভিং লাইসেন্সের ফোটোকপি

কাজের অভিজ্ঞতার শংসাপত্র

সাম্প্রতি সময়ের পাসপোর্ট কালার ছবি

আবেদনের শেষ তারিখ :

২০২২ সালের ৩০ জুন করা যাবে আবেদন

বিস্তারিত জানতে ক্লিক করুন