IOCL Recruitment 2022: ইন্ডিয়ান ওয়েলে কর্মী নিয়োগ, কীভাবে আবেদন করবেন জেনে নিন
সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে এই পদে আবেদনকারীদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে।
যেসব বেকার যুবক-যুবতীরা চাকরির চেষ্টা করছেন, তাদের জন্য সুখবর। দেশের অন্যতম সেরা জ্বালানি তেল পরিবহণ ও বন্টনকারী সংস্থা ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৫৬টি শূন্যপদ রয়েছে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ১০ অক্টোবর অবধি আবেদন করা যাবে। আগ্রহী চাকরি প্রার্থীরা iocl.com ওয়েবসাইট থেকে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।
সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে এই পদে আবেদনকারীদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না। আইওসিএল জানিয়েছেন, যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষার পর তাদেরকে ইন্টারভিউ ও গ্রুপ ডিসকাশনের জন্য ডাকা হবে। এই পদগুলিতে আবেদন করতে হলে, আবেদনকারীদের বয়স ১২ সেপ্টেম্বরের হিসেবে ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি
প্রথমেই আইওসিএলের ওয়েবসাইটে যেতে হবে।
সেখানে গিয়ে career-এ ক্লিক করতে হবে।
সেখান থেকে আবেদন লিঙ্কে যেতে হবে।
সেখানে নিজের নাম রেজিস্টার করে সাইন ইন করতে হবে।
এবার IOCL recruitment 2022 এর জন্য আবেদন করতে হবে।
যাবতীয় তথ্য এবং প্রয়োজনীয় নথি আপলোড করার পর পেমেন্ট প্রক্রিয়া শুরু হবে।
আবেদন ফি জমা দেওযার পর ফর্ম জমা দিতে হবে।