IRCTC: মাধ্যমিক পাশ হলেই কাজের সুযোগ দেবে IRCTC, কী ভাবে আবেদন করতে হবে জানুন
IRCTC: মোট ৮০ টি শূন্যপদে হবে নিয়োগ। আপাতত এক বছরের চুক্তিতে লোক নেওয়া হবে।

মাধ্যমিক পাশ করেই অ্যাপ্রেনিসশিপের জন্য আবেদন করা যাবে চাকরির জন্য, তাও আবার আইআরসিটিসি-তে। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করতে পারবেন ইচ্ছুক চাকরি প্রার্থীরা। ২৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। apprenticeship.gov.in or irctc.com- এই ওয়েবসাইটেই প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট-এর ট্রেনি পদে নিয়োগ করছে আইআরসিটিসি। মোট ৮০ টি শূন্যপদে হবে নিয়োগ। আপাতত এক বছরের চুক্তিতে লোক নেওয়া হবে।
যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হলে এই পোস্টের জন্য আবেদন করা যাবে। এ ছাড়া আইটিআই সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। ২০২২-এর ১ এপ্রিল পর্যন্ত হিসেবে যাঁদের বয়স ১৫ থেকে ২৫-এর মধ্যে হবে, তাঁরাই আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে বাছাই করা হবে। সেভাবেই একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। বাছাইয়ের আগে আসল শংসাপত্র দেখা হবে।
কী ভাবে আবেদন করবেন?
1. apprenticeship.gov.in ওয়েবসাইট খুলুন।
2.“Apply for apprenticeship Training” অপশনে ক্লিক করুন।
3. প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করুন।
4. অ্যাপ্রেনটিসশিপের জন্য আবেদন করুন। নথি আপলোড করুন। আবেদন জমা করুন।
কত স্টাইপেন্ড পাবেন?
ক্লাস ফাইভ বা ক্লাস নাইন পাশ হলে ৫০০০ টাকা করে দেওয়া হবে মাসে। আর মাধ্যমিক পাশ হলে দেওয়া হবে মাসে ৬০০০ টাকা। দ্বাদশ শ্রেণি পাশ করলে ৭০০০ টাকা দেওয়া হবে। এ ছাড়া ডিপ্লোমা করা থাকলে ৭০০০, ডিগ্রি থাকলে ৮০০০, স্নাতক হলে ৯০০০ টাকা করে দেওয়া হবে।





