SAIL recruitment 2023: নতুন বছরে কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ, এখুনি আবেদন করুন

নয়া দিল্লি: নতুন বছরে চাকরির দারুণ সুযোগ। স্টিল অথারিটি অব ইন্ডিয়া লিমিটেডের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেইলের তরফে ৪১টি ম্যানেজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদন জানানোর শেষ তারিখ ১১ জানুয়ারি, ২০২৪। আগ্রহী আবেদনকারীরা সরাসরি সেইলের অফিসিয়াল ওয়েবসাইট sail.co.in -এ গিয়ে আবেদন […]

SAIL recruitment 2023: নতুন বছরে কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ, এখুনি আবেদন করুন
সেইল-এর একাধিক পদে নিয়োগ।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 01, 2024 | 8:29 AM

নয়া দিল্লি: নতুন বছরে চাকরির দারুণ সুযোগ। স্টিল অথারিটি অব ইন্ডিয়া লিমিটেডের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেইলের তরফে ৪১টি ম্যানেজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদন জানানোর শেষ তারিখ ১১ জানুয়ারি, ২০২৪। আগ্রহী আবেদনকারীরা সরাসরি সেইলের অফিসিয়াল ওয়েবসাইট sail.co.in -এ গিয়ে আবেদন জানাতে পারেন।

স্টিল অথারিটি অব ইন্ডিয়া লিমিটেডের তরফে জানানো হয়েছে, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অসংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের ন্যূনতম ৫০ শতাংশ এবং জনজাতি, উপজাতি, ওবিসিদের ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে।

আবেদনের শেষ তারিখ– ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন জানানোর শেষ তারিখ ১১ জানুয়ারি।

আবেদন ফি-

এই শূন্যপদে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির আবেদনকারীদের ৭০০  টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের ২০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।