UPSC Civil Services Results : প্রকাশিত হল ২১-র UPSC পরীক্ষার ফলাফল, প্রথম তিনে মেয়েরাই, জেনে নিন কীভাবে দেখবেন রেজাল্ট
UPSC Civil Services Results : প্রকাশিত হল UPSC ২০২১ পরীক্ষার ফলাফল। প্রথম তিনে জায়গা করে নিয়েছেন তিন মহিলা প্রার্থী।
নয়া দিল্লি : সোমবার চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়ে গেল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ইউপিএসসি সিভিল সার্ভিস ২০২১ পরীক্ষার। এই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারেন। ফলাফল দেখার জন্য ক্লিক করুন- upsc.gov.in।
এই পরীক্ষার মাধ্যমে মোট ৬৮৫ জন প্রার্থীকে নিয়োগ করা হবে। পরীক্ষায় পাশ করা ৬৮৫ জনের মধ্যে জেনারেল থাকবেন ২৪৪ জন। বাকি ২০৩ জন অনগ্রসর শ্রেণি (OBC), ১০৫ জন তফসিলি জাতি (SC), ৬০ জন তফসিলি উপজাতি (ST) শ্রেণির। সারা ভারতে প্রথম তিনটি স্থানের অধিকারী মহিলা। প্রথম স্থানাধিকারী শ্রুতি শর্মা। সেন্ট স্টিফেন কলেজ ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তিনি। তিনি ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য জামিয়া মিলিয়া ইসলামিয়া কোচিং অ্যাকাডেমি থেকে পড়াশোনা করেছিলেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানেও রয়েছে মহিলা প্রার্থী।
কৃতী প্রার্থীদের তালিকা :
শ্রুতি শর্মা
অঙ্কিতা আগরওয়াল
গামিনী সিংলা
ঐশ্বর্য ভার্মা
উৎকর্ষ দ্বিবেদী
যক্ষ চৌধুরী
সাম্যক এস জৈন
ঈশিতা রথী
প্রীতম কুমার
হরকিরাত সিং রান্ধাওয়া
শুভঙ্কর প্রত্যুষ পাঠক
যশর্থ শেখর
প্রিয়ংবদা অশোক মাদ্দালকার
অভিনব জে জৈন
সি যশবন্তকুমার রেড্ডি
আংশু প্রিয়া
মেহক জৈন
রবি কুমার সিহাগ
দীক্ষা যোশী
অর্পিত চৌহান
অনলাইনে রেজাল্ট দেখার পদ্ধতি :
- অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in এ যান।
- হোমপেজে ‘ইউপিএসসি সিভিল সার্ভিসেস ফাইনাল রেজাল্ট ২০২১’ এ ক্লিক করুন।
- ক্লিক করার পরই একটি পিডিএফ ফাইল খুলবে। সেখানেই এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নাম ও রোল নম্বর দেখা যাবে।
- পরের কাজে লাগলে পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারেন।