Siliguri Municipal Election: তরুণ মুখতে প্রাধান্য দিয়ে গড়তে হবে কমিটি, পুরভোটের আগে জরুরি বৈঠকে বিজেপি
Siliguri Municipal Election: কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, দলে সবাইকে গুরুত্ব দিয়ে মিলেমিশে কাজ করতে হবে। দলের মধ্যে উপদলীয় প্রভাব বরদাস্ত করা হবে না।
শিলিগুড়ি: পুরবোর্ড দখল করতে মরিয়া বিজেপি। সেই লক্ষ্যে শিলিগুড়ি পুর নিগমের জলপাইগুড়ি জেলা লাগোয়া ওয়ার্ডগুলিতে সর্বশক্তি দিয়ে বিজেপি কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী।
বৃহস্পতিবার দুপুরে বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয়ে জেলার পদাধিকারীদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন বিজেপি রাজ্য কমিটির সংগঠন সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। প্রায় দেড় ঘন্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করে দলের পদাধিকারীদের দিয়ে যান একগুচ্ছ নির্দেশ।
কী কী নির্দেশ দিলেন তিনি
১. শিলিগুড়ি পুর নিগমের যে ১৪ টি ওয়ার্ড জলপাইগুড়ি জেলা লাগোয়া সেখানে জয় সুনিশ্চিত করতে হবে।
২. আগামী ১০ জানুয়ারির মধ্যে জলপাইগুড়ি জেলার সমস্ত স্তরের কমিটিগুলি গঠন করে ফেলতে হবে।
৩. কমিটি গুলিতে কম বয়সী যুবক যুবতীতে প্রাধান্য দিতে হবে।
৪. দলে সবাইকে গুরুত্ব দিয়ে মিলেমিশে কাজ করতে হবে। দলের মধ্যে উপদলীয় প্রভাব বরদাস্ত করা হবে না।
বৈঠক প্রসঙ্গে বিজেপি জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, ‘আজ দুপুরে আমাদের রাজ্য কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর উপস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। তিনি শিলিগুড়ি পুরনিগম নির্বাচন নিয়ে আমাদের জেলায় যে সব ওয়ার্ড গুলি রয়েছে, সেখানে তৎপরতার সঙ্গে কাজ কররা নির্দেশ দিয়ে গিয়েছেন। এছাড়া তরুণ প্রজন্মকে প্রাধান্য দিয়ে আগামী ১০ তারিখের মধ্যে কমিটিগুলি তৈরির নির্দেশ দিয়েছেন।’ পাশাপাশি তিনি আরও বলেন, গত বিধানসভা নির্বাচনের নিরিখে জলপাইগুড়ি ১৬ টি ওয়ার্ডে বিজেপি প্রচুর ভোটে এগিয়ে আছে। যদি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হয় তবে এবার তৃণমূল বোর্ড দখল করতে পারবে না।
অন্যদিকে, তৃনমুল নেত্রী তথা জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন, ‘বিজেপিকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গত বিধানসভা নির্বাচনে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছে। সদ্য সমাপ্ত কলকাতা পুরনিগমের নির্বাচনেও মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছেন। তাই এবারেও জলপাইগুড়ি সহ অন্যান্য পুরসভা তৃণমূলের দখলে আসবে।’
আরও পড়ুন : Asansol Municipal Election: তৃণমূলের তালিকায় বাদ পড়ল ‘হেভিওয়েট’ নাম, বিক্ষোভের আশঙ্কা আসানসোলে
উল্লেখ্য ৪৭ টি ওয়ার্ড নিয়ে গঠিত শিলিগুড়ি পুর নিগম। এই পুর নিগমের ৪৭ টি আসনের মধ্যে ১৪ টি ওয়ার্ড জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অধীন, যে আসনে রাজ্যের প্রাক্তন পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির দাপুটে তৃণমূল নেতা গৌতম দেবকে হারিয়ে দখল করেন বিজেপির শিখা চট্টোপাধ্যায়। খুব স্বাভাবিক ভাবে এই ১৪ টি ওয়ার্ডে যদি বিজেপি এগিয়ে থাকে, তবে শিলিগুড়ি পুর নিগম দখল অনেকটাই সহজ হয়ে যাবে।
আরও পড়ুন : Municipal Election 2022: পদ্ম-ফেরৎ সব্যসাচীতে ফের ভরসা তৃণমূলের, বাদ পড়লেন তাপস