AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Goghat Assembly Election Result 2021 Live Update in Bengali: গোঘাট বিধানসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের জোর টক্কর, লাইভ আপডেটস

Goghat Assembly Election Result 2021 Live Update in Bengali: গোঘাটে কোন পতাকা উড়বে, পদ্ম না ঘাসফুল?

Goghat Assembly Election Result 2021 Live Update in Bengali: গোঘাট বিধানসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের জোর টক্কর, লাইভ আপডেটস
গ্রাফিক্স- টিভি নাইন বাংলা
| Edited By: | Updated on: May 02, 2021 | 6:49 PM
Share

পশ্চিমবঙ্গের (West Bengal) হুগলি (Hooghly) জেলায় গোঘাট বিধানসভা কেন্দ্র (Goghat Assembly Seat)। একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪ জন। এই আসনে তৃণমূল (TMC) প্রার্থী করেছে মানস মজুমদারকে (Manas Majumdar)। বিজেপি (BJP) টিকিট দিয়েছে বিশ্বনাথ কড়়ককে (Biswanath Karak), বহুজন সমাজ পার্টির (RSMP) টিকিটে ভোটে লড়ছেন সমীর রায় (Samir Roy)। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক টিকিট দিয়েছে শিবপ্রসাদ মলিককে (Shiba Prasad Malik)। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ৮ দফায় ভোট হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল ও নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন বিজেপি, দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এক নজরে দেখে নেওয়া যাক গোঘাটের আপডেট:

২৬রাউন্ডের শেষে গোঘাটের বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক ৪০৮৮ ভোটে জয়ী।

২০ রাউন্ডের শেষে গোঘাটের বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক ৩৯২২ ভোটে এগিয়ে।

১৮ রাউন্ডের শেষে গোঘাটের বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক ২৫৭০ ভোটে এগিয়ে।

১৬ রাউন্ডের শেষে গোঘাটের বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক ১২৬৪ ভোটে এগিয়ে।

১৪ রাউন্ডের শেষে গোঘাটের তৃণমূল প্রার্থী মানস মজুমদার ৪৬ ভোটে এগিয়ে।

১৩ রাউন্ড শেষে  গোঘাটের তৃণমূল প্রার্থী মানস মজুমদার ৫১৩ ভোটে এগিয়ে।

১১ রাউন্ড শেষে গোঘাটে বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক ৩৩৮৬ ভোটে এগিয়ে আছেন।

১০ রাউন্ড গণনা শেষে গোঘাটের বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক ৩৫১৩ ভোটে এগিয়ে আছেন।

২০১৬ বিধানসভা নির্বাচনে গোঘাট

বিগত বিধানসভা নির্বাচনে এই আসনে তৃণমূল কংগ্রেস জিতেছে। ২০১৬ বিধানসভা নির্বাচনে এই আসনে জিতেছিলেন তৃণমূল প্রার্থী মানস মজুমদার। তিনি ফরওয়ার্ড ব্লকের বিশ্বনাথ কড়ককে ৩০,৮৮৬ ভোটে হারিয়েছিলেন। তৃণমূল প্রার্থী মোট ভোট পেয়েছিলেন ১ লক্ষ ২ হাজার ৯৫৮, আর বিশ্বনাথ কড়ক পেয়েছিলেন ৭২ হাজার ৭২ ভোট। ২০১৬-র নির্বাচনে এখানে তৃতীয় স্থানে ছিল বিজেপি। পদ্মপ্রার্থী ১৯ হাজারের বেশি ভোট পেয়েছিলেন।

মোট ভোটারের সংখ্যা

২০১৬ বিধানসভার নিরিখে এই আসনে মোট ভোটারের সংখ্যা ২,২৪,১৩৯। আগের বিধানসভা নির্বাচনে এখানে মোট ভোট দিয়েছিলেন ১,৯৮,৫১৬ জন। এখানকার ২৭৮টি বুথে ৮৮ শতাংশের বেশি ভোট পড়েছিল।

গোঘাট বিধানসভা কেন্দ্রে প্রথমবার ভোট পড়েছিল ১৯৫২ সালে। যেখানে জয়ী হয়েছিলেন নির্দল প্রার্থী। এরপর এই বিধানসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেসের দাপট ছিল। তৃণমূল এই আসনে ২০১৬ সালে প্রথম বার জিতেছে।

বিগত নির্বাচনের পরিসংখ্যান

বর্তমান বিধায়ক: মানস মজুমদার মোট প্রাপ্ত ভোট: ১,০২,৯৫৮ মোট ভোটার: ২,২৪,১৩৯ ভোট শতাংশ: ৮৮.৫৭ মোট প্রার্থী: ৩