‘বিশ্বভারতীর উপাচার্য পাগল’, ভোট পেরলে দেখে নেওয়ার হুমকি কেষ্টর

উল্লেখ্য, বিশ্বভারতীর উপাচার্য সম্প্রতি বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন। কখনও গোপনে বসন্ত উৎসব পালন করে, কখনও শিক্ষক-কর্মী-পড়ুয়াদের সাসপেন্ড করে কখনও বা বিশ্বভারতী বন্ধ করার হুমকি দিয়ে।

‘বিশ্বভারতীর উপাচার্য পাগল’, ভোট পেরলে দেখে নেওয়ার হুমকি কেষ্টর
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2021 | 5:41 PM

বীরভূম: আবারও বেলাগাম অনুব্রত। বিশ্বভারতী বন্ধ করার প্রচেষ্টার বিরুদ্ধে একটি গণ সম্মেলনে উপাচার্য (Vice Chancellor) বিদ্যুৎ চক্রবর্তীকে সরাসরি নিশানা করেন বীরভূমের তৃণমূল (TMC) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)।

মঙ্গলবার, গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের ওই সমাবেশে অনুব্রত বলেন, ‘বিশ্বভারতীর উপাচার্য পাগল। বিধায়ক প্রার্থী করে একজনকে দিল্লি থেকে এনেছেন, আর মনে করছেন তা দিয়ে যুদ্ধ জয় করবেন? ভোটটা পেরিয়ে যাক। ২ মে-র পর আপনাকে দেখে নেব।’

এ দিন, অনুব্রত বিশ্বভারতীর (Visva Bharati University) উপাচার্যের উপর ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের সমস্ত গেট কেন বন্ধ করা হচ্ছে? যখন-তখন গেট লাগিয়ে দিচ্ছে। এত ক্ষমতা ফলাচ্ছে কী ওই প্রার্থীর জোরে? যাঁর সঙ্গে কলকাতার হোটেলের ঘরে ডিল পাকা হয়েছে। সে ছবি যদিও কয়েকদিন পরেই খবরের শিরোনামে আসবে।’

উল্লেখ্য, বিশ্বভারতীর উপাচার্য (Vice Chancellor) সম্প্রতি বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন। কখনও গোপনে বসন্ত উৎসব পালন করে, কখনও শিক্ষক-কর্মী-পড়ুয়াদের সাসপেন্ড করে কখনও বা বিশ্বভারতী বন্ধ করার হুমকি দিয়ে। উপাচার্যের এই খামখেয়ালিপনায় রীতিমতো সরব হয়েছে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিও। এর আগে, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মু্খ্যমন্ত্রীকে (Mamata Banerjee) নিমন্ত্রণ করা নিয়ে রাজনৈতিক বিতর্কে জড়িয়েছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এ বার ফের একবার শাসক শিবিরের উষ্মার প্রকোপে তিনি।

মঙ্গলবার, অনুব্রত বসন্ত উৎসবের প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘গত বছর বলেছিল বসন্ত উৎসবের জন্য টাকা দেয় না রাজ্য সরকার। আমি সেই কথা শুনে দিদিকে ফোন করে সঙ্গে সঙ্গে ১ কোটি টাকা দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু, কোথায় সেই টাকার হিসেব? বসন্ত উৎসব তো বাদ দিলাম, ও আসলে বিশ্বকবিকেই বোঝে না। চেনে না। আরএসএস করা লোক তো। বিশ্বকবির মর্ম ও কী বুঝবে?’

সভায় উপস্থিত শ্রোতাদের উদ্দেশে অনুব্রত জানান, বিশ্বভারতীকে বাঁচাতে চন্দ্রনাথকে ভোট দেওয়া জরুরি। ‘দিল্লি থেকে আসা ওই প্রার্থী’ ভোট পেলে বিজেপিরই হাত শক্ত হবে বলে দাবি করেন অনুব্রত।

উল্লেখ্য, এ বারের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) বোলপুরে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন বিদায়ী বিধায়ক চন্দ্রনাথ সিনহা। অন্যদিকে, বিজেপির তরফে প্রার্থী হয়েছেন ড. অনির্বাণ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, ‘উপাচার্য ঘনিষ্ঠ’ বলে পরিচিত অনির্বাণ বাবু বিশ্বভারতীর ইসি কমিটির সদস্য ছিলেন। সেই তিনিই এ বার বোলপুরে বিজেপি প্রার্থী। মঙ্গলবার, কার্যত, অনির্বাণ গঙ্গোপাধ্যায় ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকেই নিশানা করেন অনুব্রত। যদিও এই ঘটনায়, মুখ খোলেননি বিশ্বভারতীর উপাচার্য। বিজেপির তরফেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: শুভেন্দু-মুকুলের জন্য হার, নিজের কর্মীদের জন্য খারাপ ভাবমূর্তি – প্রচারে সাফাই কৃষ্ণেন্দুর