খুনের ইঙ্গিত মিলেছিল সন্ধ্যাতেই! ভোটের প্রাক লগ্নে বোমাবাজিতে কংগ্রেস কর্মীর মৃত্যুতে উত্তাল অধীর গড়
ভোটের আগেই (West Bengal Assembly Election 2021) কংগ্রেস কর্মীর মৃত্যুতে উত্তপ্ত মুর্শিদাবাদ (Murshidabad)।
মুর্শিদাবাদ: হামলার আঁচ মিলেছিল আগেই। তৃণমূল কর্মীরা আগেই নাকি হুমকি দিয়েছিল প্রাণে মেরে ফেলার। সোমবার মধ্যরাতে হরিহরপাড়ায় কী ঘটতে চলেছে, তার নাকি মিলেছিল সন্ধ্যাতেই। মুর্শিদাবাদের (Murshidabad) তেঁতুলিয়ায় তৃণমূলের মিছিল থেকেই মিলেছিল হামলার ইঙ্গিত। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় কংগ্রেস কর্মীর মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ তুললেন মুর্শিদাবাদের সংযুক্ত মোর্চার প্রার্থী নিয়াজউদ্দিন শেখ।
তাঁর বক্তব্য, সোমবার রাত ১০ নাগাদ মুর্শিদাবাদের তেঁতুলিয়া অঞ্চলের গুধিয়া গ্রামে বেআইনি অস্ত্র পিস্তল. বোম, গুলি, ধারালো অস্ত্র হাতে মিছিল করেছিলেন তৃণমূল কর্মীরা। তার কিছুক্ষণ পরই রাত সাড়ে দশটা নাগাদ তেঁতুলিয়া অঞ্চলের সিঙ্গা গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বোম ফাটানো হয় বলে অভিযোগ তাঁর। ছিঁড়ে ফেলা হয় কংগ্রেসের সমস্ত ব্যানার-ফেস্টুন। সেইখান থেকেই কংগ্রেস কর্মীদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
তারপরই উত্তপ্ত হয়ে ওঠে হরিহরপাড়া। সংযুক্ত মোর্চার প্রার্থীর অভিযোগ, যেখানে নির্বাচন কমিশন সন্ধ্যা সাতটা পর্যন্ত রাজনৈতিক কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে, তারপর কীভাবে তৃণমূল মিছিল করে? গোটা বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন তিনি। তবে পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ তাঁর। প্রতিবাদে মুর্শিদাবাদ থানার সামনে ৬৪ নম্বর মুর্শিদাবাদ বিধানসভার সংযুক্ত মোর্চার প্রার্থী নিয়াজউদ্দিন শেখ শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছেন।
উল্লেখ্য, সোমবার রাতে রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের হরিহরপাড়া। মৃত্যু হয়েছে কাসেম আলি (৫২) নামে এক ব্যক্তির। তিনি এলাকায় কংগ্রেস কর্মী বলেই পরিচিত।
আরও পড়ুন: মুড়িমুড়কির মতো পড়তে থাকে বোমা, তারপর গুলি! অধীর গড়ে মধ্যরাতের অতর্কিত হামলায় নিহত কংগ্রেস কর্মী
হরিহরপাড়ার রায়পুরে নির্বাচনী সভা সেরে ফিরছিলেন কংগ্রেস কর্মীরা। সেসময় তাঁদের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। প্রথমে লাঠি, লোহার রড, ধারাল অস্ত্র নিয়ে হামলা চল। পরে এলাকায় শুরু হয় ব্যাপক বোমাবাজি। মুড়িমুড়কির মতো বোমা পড়তে থাকে এলাকায়। ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন কংগ্রেস কর্মীর।মধ্যরাতের ব্যাপক বোমাবাজিতে আতঙ্কিত এলাকাবাসীরা। গোটা গ্রাম থমথমে।