West Bengal Assembly Election 2021 Phase 2: দ্বিতীয় দফায় ‘হয়তো’ ৩০-এ ৩০, দাবি বঙ্গ বিজেপির

নন্দীগ্রামে বয়ালের ৭ নম্বর বুথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট বন্ধ রাখার অভিযোগ তোলে বিজেপি। যদিও এ দিন সন্ধ্যায় নির্বাচন কমিশন বিজেপির সেই অভিযোগ খারিজ করে দিয়েছে।

West Bengal Assembly Election 2021 Phase 2: দ্বিতীয় দফায় 'হয়তো' ৩০-এ ৩০, দাবি বঙ্গ বিজেপির
ছবি- টুইটার
Follow Us:
| Updated on: Apr 01, 2021 | 8:36 PM

কলকাতা: প্রথম দফায় ৩০ টি আসনে নির্বাচনের দু’দিন পর কমপক্ষে ২৬ টি আসনে জয়লাভ করবেন বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। দ্বিতীয় দফায় আরও ৩০ টি আসনে ভোট শেষে বিজেপির দাবি, হয়তো এই ৩০ টি আসনেই জয়লাভ করবে পদ্মশিবির। সাংবাদিক বৈঠক করে আজ এমনটাই দাবি করেছেন বঙ্গ বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার।

দ্বিতীয় দফার নির্বাচনে বিক্ষিপ্ত কিছু অশান্তি হলেও মোটের উপর এ দিনের ভোটও ছিল শান্তিপূর্ণ। সন্ত্রাসকে উপেক্ষা করেই মোটামুটিভাবে শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করে বিজেপি। জয়প্রকাশ বলেন, “গণতন্ত্রের জয় হয়েছে। ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে। এই ৩০ টি আসনে আমরা আশাতীত সাফল্য লাভ করা দিকে এগোচ্ছি। দ্বিতীয় দফার মধ্যেই এটা পরিষ্কার। হয়তো এই ৩০ টি আসনেই বিজেপি জয়লাভ করতে পারে।”

নন্দীগ্রামের ভোটের ফলাফলও শুভেন্দু অধিকারীর পক্ষে থাকবে বলে আশাবাদী জয়প্রকাশ দাবি করেন, “তৃণমূলের পরাজয় ঠেকানোর জন্যই মাননীয়া (পড়ুন মমতা) গিয়েছিলেন। ওখানে যাঁর (শুভেন্দু) লড়ার কথা তিনিই লড়েছিলেন। দেওয়াল লিখন স্পষ্ট, শুভেন্দু অধিকারী বিপুল ভোটে জিততে চলেছেন।”

আরও পড়ুন: ৮০ শতাংশ ছাপ্পা ভোটের অভিযোগ তুলে আদালত মুখো হচ্ছেন মমতা

আজকের নির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন বলেও দাবি করে বিজেপি। দলীয় মুখপাত্রের প্রশ্ন, “উনি বললেন বহু ছাপ্পা ভোট হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে। চিটিংবাজি হয়েছে। কিন্তু নিজেই বলছেন, ৯০ শতাংশ ভোট আমরাই পাব। এক মুখে দুটো কথা কীভাবে বলছেন? তাহলে চিটিং আর ছাপ্পা কে করেছে? এটা কি ভোট লুঠ আর ছাপ্পার স্বীকারোক্তি?”

অন্যদিকে, নন্দীগ্রামে বয়ালের ৭ নম্বর বুথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট বন্ধ রাখার অভিযোগ তোলে বিজেপি। যদিও এ দিন সন্ধ্যায় নির্বাচন কমিশন বিজেপির সেই অভিযোগ খারিজ করে দিয়েছে।

আরও পড়ুন: ৮০ শতাংশ ছাপ্পা ভোটের অভিযোগ তুলে আদালত মুখো হচ্ছেন মমতা