West Bengal Election 2021: শুধু শুভেন্দুই নয়, নন্দীগ্রামে এবার ছেষট্টির মমতা বনাম তরুণী মমতার লড়াই
West Bengal Election 2021 LIVE News: ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আট দফায় বাংলার ২৯৪টি বিধানসভা আসনে চলবে ভোটগ্রহণ। ২ মে ভোটের গণনা।
এ নেহাতই সংখ্যার মিল। তবু নন্দীগ্রামের কুরুক্ষেত্রে সে মিলও বুক ঠুকে অবজ্ঞা করতে পারছেন না কেউই। সালটা ১৯৮৪। সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে বাংলার রাজনীতিতে জন্ম হয়েছিল নতুন তারকার। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার দিদি। ১৯৮৪ থেকে ২০২১। ব্যবধান প্রায় ৩৭ বছর। নন্দীগ্রামে এ বার লড়াই মমতা বনাম শুভেন্দুর হলেও উপস্থিতি জানান দিচ্ছেন বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ও ( Minakshi Mukherjee)। হলফনামায় যাঁর বয়স ৩৭ বছর।
১ এপ্রিল নন্দীগ্রামে ভোট। তার আগে শেষ প্রচারে ঝড় তুলতে মরিয়া সবপক্ষই।
LIVE NEWS & UPDATES
-
মমতা দিদি নন্দীগ্রাম গেলেই যদি কাশ্মীর হয়ে যায় তবে বুঝতে হবে হিন্দু-মুসলিমের কার্ড খেলা হচ্ছে: দেব
পশ্চিম মেদিনীপুর: দ্বিতীয় দফার নির্বাচনের আগে তৃণমূল প্রার্থীর সমর্থনে রোড শো ও জনসভা করলেন ঘাটালের তারকা সাংসদ দেব (Dev) ওরফে দীপক অধিকারী। মঙ্গলবার দুপুরে নারায়ণগড়ের বেলদাতে তৃণমূল প্রার্থী সূর্য অর্থের সমর্থনে একটি রোড শো এবং পিংলায় তৃণমূল প্রার্থী অজিত মাইতির সমর্থনে একটি জনসভা করেন দেব।
বিস্তারিত পড়ুন: মমতা দিদি নন্দীগ্রাম গেলেই যদি কাশ্মীর হয়ে যায় তবে বুঝতে হবে হিন্দু-মুসলিমের কার্ড খেলা হচ্ছে: দেব
-
বাংলায় মমতাই মুখ, কেউ মোকাবিলা করতে পারবে না: ফিরহাদ
হুগলি: বঙ্গ নির্বাচনের জোরদার আবহে পুরশুড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলীপ যাদবের সমর্থনে মঙ্গলবার এক বর্ণাঢ্য রোড শো-এর আয়োজন করেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ, খানাকুলের বালিপুর থেকে ছত্রশাল হয়ে চব্বিশ পুর পর্যন্ত প্রায় সাত কিমি রাস্তায় রোড শো করেন ফিরহাদ। দিলীপ যাদবের হয়ে সাধারণের বাড়ি বাড়ি গিয়ে ‘ভোট ভিক্ষা’ও করেন তিনি। ফিরহাদের সঙ্গে এ দিন রোড শো-তে উপস্থিত ছিলেন প্রার্থী দিলিপ যাদব,জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান, পুরশুড়ার নেতা কিংকর মাইতি, আরামবাগের নেতা স্বপন নন্দী সহ একাধিক নেতৃত্ব।
বিস্তারিত পড়ুন: বাংলায় মমতাই মুখ, কেউ মোকাবিলা করতে পারবে না: ফিরহাদ
-
-
মহাসংগ্রামের ময়দান নন্দীগ্রামে কত সেনা নামছে? কী প্রস্তুতি কমিশনের?
দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হতে এখনও বাকি ৩৬ ঘণ্টা। তবে যেহেতু মূল আকর্ষণের কেন্দ্রে একটি-ই বিধানসভা আসন রয়েছে, তাই সেই আসনের নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (Election Commission)। সূত্রের খবর, নন্দীগ্রামে (Nandigram) বিশেষ নজর দিয়ে চেয়ে শুধুমাত্র এই কেন্দ্রে ২২ কোম্পানি কেন্দ্রীয় আধাসেনা (Central Forces) মোতায়েন করতে চলেছে নির্বাচন কমিশন। অর্থাৎ সতর্কতায় কোনও খামতি রাখা হবে না।
বিস্তারিত পড়ুন: শুধু নন্দীগ্রামেই নামছে ২০০০-এর বেশি আধাসেনা, দ্বিতীয় দফায় বেনজির সতর্কতা কমিশনের
-
ইটের ঘায়ে আহত দিন্দা, নুসরতের মিছিল থেকে ইট ছোড়ার অভিযোগ
এ বার ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দার (Ashok Dinda) উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলে বিরুদ্ধে। গেরুয়া শিবিরে দাবি, প্রচার সেরে ফেরার সময় তৃণমূল সাংসদ নুসরত জাহানের রোড শো থেকে হামলা চালানো হয়। দিন্দার গাড়ি লক্ষ্য করে ইটও ছোড়া হয় বলে অভিযোগ। অন্য এক বিজেপি কর্মীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, ঘাড়ে আঘাত পেয়েছেন দিন্দা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ময়নায়।
বিস্তারিত পড়ুন: নুসরতের রোড শো থেকে উড়ে এল ইট, প্রচার সেরে ফেরার সময় আহত অশোক দিন্দা
-
টেপের সত্যতা স্বীকার মমতার, বললেন, ‘ভাইরাল করাটা অপরাধ’, পাল্টা প্রলয়ের দাবি, ‘ওটা দল করেছে’
গত ২৭ তারিখ প্রথম দফা ভোটের দিন রাজ্য রাজনীতিতে রীতিমত শোরগোল পড়ে যায় একটি অডিয়ো কথোপকথন ঘিরে। তমলুকের প্রাক্তন তৃণমূল কর্মী তথা বর্তমানে বিজেপি নেতা প্রলয় পালকে ফোন করে নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করার আর্জি জানান মমতা বন্দ্যেপাধ্যায়। সেই অডিয়ো ভাইরাল হওয়ায় তীব্র শোরগোল শুরু হয় রাজ্য রাজনীতিতে। অবশেষে তা নিয়ে মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দাবি করলেন, প্রলয় পালের অনুরোধেই তিনি ফোন করেছিলেন। এতে কোনও অপরাধ নেই। কিন্তু সেই ব্যক্তিগত কথোপকথন ভাইরাল করাটা অপরাধ।
বিস্তারিত পড়ুন: টেপের সত্যতা স্বীকার মমতার, বললেন, ‘ভাইরাল করাটা অপরাধ’, পাল্টা প্রলয়ের দাবি, ‘ওটা দল করেছে’
-
-
মানুষের উৎসাহ অনুভব করতে পারছেন, নন্দীগ্রামে জানালেন মিঠুন চক্রবর্তী
নন্দীগ্রামের ভোটের আগে শেষ দিনের প্রচারে রাজ্যে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি এ দিন নন্দীগ্রামে এসেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। আশেপাশের মানুষের উৎসাহ তিনি অনুভব করতে পারছেন বলে জানিয়েছেন মিঠুন। তিনি বলেন, যেখানেই যাচ্ছেন বুঝতে পারছেন, উৎসাহ মানুষের ভিতর থেকে আসছে।
-
দু’দশক আগে শুভেন্দুকে হারিয়েছিলেন, নন্দীগ্রামে শেষবেলায় হাজির হলেন মমতার মঞ্চে
মঙ্গলবারের ভোটপ্রচারেও শুভেন্দুকে তীব্র আক্রমণ ছিল মমতার। ছিল অধিকারী পরিবারের প্রতি তাঁর বিশ্বাসভঙ্গের কথা। সেই সঙ্গে ২০ বছর আগে শুভেন্দুর হার মনে করাতেই যেন এক বিশেষ নেতাকে সভায় উপস্থিত করালেন তৃণমূল নেত্রী। তিনি কিরণময় নন্দ। রাজ্যের প্রাক্তন মৎস্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা। ২০০১ সালের বিধানসভা ভোটে মুগবেড়িয়া কেন্দ্রে যাঁর কাছে হারতে হয়েছিল তৎকালীন তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারীকে। এদিন সেই কিরণময়কে পাশে নিয়ে নন্দীগ্রামের বাসুলিচকের লকগেট এলাকায় সভা করলেন মমতা। কী বললেন কিরণময়?
বিস্তারিত পড়ুন: দু’দশক আগে শুভেন্দুকে হারিয়েছিলেন, নন্দীগ্রামে শেষবেলায় হাজির হলেন মমতার মঞ্চে
-
শেষবেলার প্রচারে নেমে নন্দীগ্রামে ‘আক্রান্ত’ মীনাক্ষী, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
নন্দীগ্রামে (Nandigram) শেষবেলায় প্রচারের ঝড় তুলেছে রাজনৈতিক দলগুলি। তৃণমূল, বিজেপির সঙ্গে পাল্লা দিয়ে পথে-ঘাটে ঘুরে প্রচার করছেন সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্ট (CPIM) প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। কিন্তু, শেষ দিন প্রচারে নেমেই আক্রান্ত হলেন তিনি। হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, হামলার সময় মিছিলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং রবীন দেব উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নন্দীগ্রামে মীনাক্ষীর উপর ‘হামলা’, আঙুল তৃণমূলের দিকে
-
নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড়ে উত্তেজনা
নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড়ে ফের উত্তেজনা। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ফের জয় শ্রী রাম স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। সে সময় নেত্রী দ্বিতীয় সভায় যোগ দিতে যাচ্ছিলেন। তৃণমূলের মিছিল থেকে পাল্টা স্লোগান ওঠে। সাময়িক উত্তেজনা তৈরি হয় এলাকায়। পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
-
‘মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন’, কমিশনে অভিযোগ জানাল বিজেপি
নন্দীগ্রামের শেষ প্রচারে মঞ্চ থেকে মমত বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ভোটের পর ওরা চলে যাবে, আমরাই থাকব।’ এভাবে আদতে মমতা হুমকি দিচ্ছেন বলে কমিশনে অভিযোগ জানাল বিজেপি। মঙ্গলবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপির প্রতিনিধি দল। উল্লেখ্য, প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে থেকে আসা বাহিনী প্রসঙ্গে বলেছেন, ‘আর মাত্র দু দিন। ভোটের পর ওরা চলে যাবে, আমরাই থাকব।’ এই দু দিন সহ্য করে নেন বলেও মন্তব্য করেন তিনি।
-
Mamata Banerjee in Nandigram: ‘অলরেডি ম্যাচ হেরে গিয়েছে’
অলরেডি ম্যাচ হেরে গিয়েছে। তাই বাইরে থেকে গুণ্ডাদের নিয়ে আসছে, নন্দীগ্রামে এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন প্রচারে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতার প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন নিয়ে এসেছিলে? পুলিশকে ধমকানি দিতে? তিনি বলেন, এরা সবাই চলে যাবে। থাকব আমরাই। ৪৮ ঘণ্টা যত ইচ্ছে ভয় দেখিয়ে নে।
-
Mamata Banerjee in Nandigram: ‘তুমি রিজাইন করে পালিয়ে গেলে বাবা’
আমি যে দিন নিজেকে প্রার্থী করেছিলাম, সে দিন নন্দীগ্রামে কোনও বিধায়ক ছিল না। শুভেন্দু বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছিলেন আগেই। সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন, তোমাকে যে নন্দীগ্রাম এত দিল, সেই নন্দীগ্রাম থেকে তুমি রিজাইন করে পালিয়ে গেলে বাবা।’ ফাঁকা জায়গা পূরণ করতেই প্রার্থী হয়েছি আমি। নন্দীগ্রামে মমতাকে বহিরাগত বলে কটাক্ষ করেছেন শুভেন্দু। সেই প্রসঙ্গে জবাব দিয়ে মমতা বলেন, ‘আমি বাংলার মুখ্যমন্ত্রী। আমাকে বলছে বহিরাগত।’
-
Mamata Banerjee in Nandigram: ‘কবে যে দেশপ্রেমিক হয়ে গিয়েছি বুঝতে পারিনি’
‘ছোট থেকে শিক্ষা পেয়েছি সবাইকে নিয়ে চলতে হয়। ছোটবেলা থেকে চৌকির ওপর রবীন্দ্র জয়ন্তী পালন করেছি, নজরুল জয়ন্তী, গান্ধী জয়ন্তী পালন করেছি। এসব করতে করতে কবে যে দেশপ্রেমিক হয়ে গিয়েছি, নিজেকে ভারতমাতার সন্তান ভাবতে শুরু করেছি বুঝতে পারিনি। এখন গর্ব হয়, মনে হয় বাবা-মা ভালো শিক্ষাই দিয়েছেন।’ বাসুলিচক লকগেটের জনসভায় বললেন মমতা।
-
Suvendu Adhikari in Nandigram: ‘এক নম্বরের ‘সুবিধাবাদী’ রাজনীতিক মমতা’
মমতা বন্দ্যোপাধ্যায়কে এক নম্বরের ‘সুবিধাবাদী’ বলে উল্লেখ করলেন নন্দীগ্রামে তাঁর প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী। শেষ বেলার প্রচারের মাঝে TV9-কে তিনি বলেন, ‘মিথ্যা কথা বলা ওনার অভ্যাস। ওনাকে রাজনৈতিক পরিচিতি দিয়েছেন রাজীব গান্ধী আর সংরক্ষণ দিয়েছেন অটল বিহারী বাজপেয়ী।’
-
Dharmendra Pradhan in Nandigram: ‘যাঁর হাত ধরে ক্ষমতায় এসেছেন তাঁদেরই গদ্দার বলছেন মমতা’
প্রত্যেক সভা থেকেই শুভেন্দু অধিকারী তথা অধিকারী পরিবারকে ‘গদ্দার’ বলে উল্লেখ করছেন তিনি। সেই প্রসঙ্গে নন্দীগ্রামে শুভেন্দুর পাশে দাঁড়িয়ে তিনি কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান TV9 বাংলাকে বলেন, ‘যাঁর হাত ধরে ক্ষমতায় এসেছেন তাঁদেরই গদ্দার বলছেন।’ তাঁর দাবি, নন্দীগ্রামের কোনও উন্নতি হয়নি, নন্দীগ্রামের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মমতা। তিনি আরও উল্লেখ করেন, নন্দীগ্রামের আন্দোলনের সময় শুভেন্দুর ভূমিকা নিজে চোখে দেখেছেন তিনি।
-
Mamat Banerjee at Nandigram: ‘ওরা শাড়ি দিলে পর্দা বানিয়ে ফেলুন’
টাকা দিয়ে নিয়ে নেবেন। এক থা আগেও বলেছেন মমতা। তাঁর দাবি ভোট পাওয়ার জন্য টাকা দিচ্ছে বিজেপি। সোনাচূড়ার প্রচারেও একই কথা বলেন তিনি। বলেন, টাকা দিলে খেয়ে নেবেন, ওরা শাড়ি দিলে পর্দা বানিয়ে ফেলবেন। ওদের চিহ্ন তো আর রাখবেন না। টাকা দিয়ে ভোট দওয়ার থেকে পাপ আর কিছু হয় না। একই সঙ্গে তিনি বলেন, আমি একবার যখন নন্দীগ্রামে ঢুকেছি, তখন আর বেরচ্ছি না। ভোট দিয়ে বিজেপিকে রাজনৈতিক কবর দেওয়ার কথা বলেন তিনি।
-
Mamat Banerjee at Nandigram: ‘পুলিশ অত্যাচার করবে আমি জানি’, সোনাচূড়ার জনসভায় মমতা
আমি জানি পুলিশ অত্যাচার করছে। অন্য রাজ্য থেকে পুলিশ এসেছে। নন্দীগ্রামে শেষবেলার প্রচারে এসে ফের একই অভিযোগ জানালেন তৃণমূল নেত্রী। আর্জি জানিয়ে মমত বলেন, ভোটের দিনটা সহ্য করে নিন। তারপর ওরা চলে যাবে, আপনারাই থাকবেন। ভোটারদের উদ্দেশে বলেন, ‘কষ্ট হলে ছায়ায় দাঁড়িয়ে থাকবেন। কগন্তু ভোট না দিয়ে ফিরে আসবেন না। আর্জি মমতার।’ তাঁর দাবি বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে গুণ্ডা নিয়ে আসা হচ্ছে।
-
হিরণের প্রচারে পথে মিঠুন
হিরণের সমর্থনে খড়্গপুরে রোড শো করছেন মিঠুন চক্রবর্তী। আজই নন্দীগ্রামে রোড শো করবেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তবে সেটা বিকেলে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদরে রোড শো মিঠুনের। এরপর দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে রোড শো। তারপর হুগলির তারকেশ্বরে রোড শো রয়েছে মিঠুনের।
-
নন্দীগ্রামে বিজেপি কর্মীর স্ত্রীকে ধর্ষণ করে খুনে চেষ্টা
বিজেপি (BJP) কর্মীর স্ত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ। ভোটের মুখে উত্তপ্ত নন্দীগ্রাম। অভিযোগ, সোমবার শুভেন্দু অধিকারীর জনসংযোগ কর্মসূচিতে যোগ দেওয়ার কারণেই এই ঘটনা ঘটানো হয়। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। যদিও শাসকদল অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা।
বিস্তারিত পড়ুন: বিজেপি কর্মীর স্ত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ, ভোটের আগেরদিন উত্তপ্ত নন্দীগ্রাম
-
‘ভাইপো’র ডায়মন্ড হারবারেও শাহি-সভা
প্রথম দফায় (West Bengal elections 2021) তিরিশের মধ্যে ২৬ আসন জয়ের দাবি ইতিমধ্যেই করেছেন তিনি। এবার লক্ষ্য দ্বিতীয় দফা। বিশেষ করে নন্দীগ্রাম। মঙ্গলবার দ্বিতীয় দফা ভোটের শেষ দিনের প্রচারে ফের বঙ্গে ঝড় তুলতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুই মেদিনীপুর চষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে জনসভা করার কথা তাঁর।
বিস্তারিত পড়ুন: ব্যাক টু ব্যাক প্রচারে আজ বঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, ‘ভাইপো’র ডায়মন্ড হারবারেও শাহি-সভা
-
নন্দীগ্রামে বিজেপি কর্মীর স্ত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ
নন্দীগ্রামে বিজেপি কর্মীর স্ত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নন্দীগ্রাম-২’র ঘটনা। স্বামী বিজেপি করার জন্যই এই হিংসা বলে অভিযোগ। সোমবার সন্ধ্যায় ওই মহিলাকে অচৈতন্য অবস্থায় খালের জল থেকে উদ্ধার করা হয়। মুখ-পা বাঁধা অবস্থায় উদ্ধার।
-
নন্দীগ্রামে আজ ‘জাত গোখরো’-‘রয়্যাল বেঙ্গল টাইগার’
নন্দীগ্রামে (Nandigram) হাই ভোল্টেজ মঙ্গলবার। শেষদিনের প্রচারে মমতা-শুভেন্দুর ডুয়েল দেখবে নন্দীগ্রামের মানুষ। দু’জনেরই একাধিক কর্মসূচি রয়েছে এদিন। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারে নামবেন অমিত শাহ। রোড শো করবেন বাঙালির মহাগুরু মিঠুন চক্রবর্তীও। অন্যদিকে ময়দানে থাকবেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল থেকে জনসভা, একাধিক কর্মসূচি রয়েছে তাঁরও।
বিস্তারিত পড়ুন: নন্দীগ্রামে আজ শাহি-ঝড়, পথে নামবেন ‘জাত গোখরো’, ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ও
-
দ্বিতীয় দফায় আরও বাড়ছে বাহিনী
দ্বিতীয় দফার নির্বাচনে আরও কঠোর নিরাপত্তার আয়োজন করছে নির্বাচন কমিশন। প্রথম দফার তুলনায় ৭০ কোম্পানি বেশি আধাসেনা মোতায়েন করা হবে। অন্যদিকে, নন্দীগ্রামে বহিরাগত ইস্যুতে ফের মমতাকে তোপ দাগেন শুভেন্দু। তাঁর দাবি, জিতলে আবারও চলে যাবেন মমতা। তখন সবাইকে সুফিয়ানের বাড়িতেই আত্মসমর্পণ করতে হবে। রামচকের সভা থেকে একথাই বললেন তিনি।
বিস্তারিত পড়ুন: দ্বিতীয় দফার ভোটে আরও কড়া কমিশন, মোতায়েন হচ্ছে ৮০০ কোম্পানি আধাসেনা
Published On - Mar 30,2021 11:20 PM