BJP Panchayat Manifesto: দুর্নীতিই হাতিয়ার! মঙ্গলেই পঞ্চায়েত নির্বাচনের ‘সংকল্প পত্র’ সামনে আনবে বিজেপি
BJP Panchayat Manifesto: ২৩-এর এই পঞ্চায়েত নির্বাচনের গুরুত্ব বিবেচনা করে ও এরাজ্যের মানুষের চাহিদার কথা মাথায় রেখে এই পত্র প্রকাশ করা হবে বলেই মনে করা হচ্ছে।
কলকাতা: বছর পেরলেই লোকসভা নির্বাচন। তার আগে এ রাজ্যের পঞ্চায়েত নির্বাচন সব দলের কাছেই একটা অ্যাসিড টেস্ট। পঞ্চায়েত ভোটের প্রচারে তাই শাসক-বিরোধী সব দলই বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে মত রাজনৈতিক মহলের। তাই সব দলই ইস্তেহার তৈরি করার সময় সে কথা মাথায় রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবারই বিজেপি তাদের ‘সংকল্প পত্র’ প্রকাশ করবে বলে বঙ্গ বিজেপি সূত্রের খবর। আগেও নির্বাচনে ইস্তেহারকে ‘সংকল্প পত্র’ বলে উল্লেখ করেছে বিজেপি। এই পত্রেই তারা তাদের প্রতিশ্রুতিগুলো জনমসক্ষে আনবে।
২৩-এর এই পঞ্চায়েত নির্বাচনের গুরুত্ব বিবেচনা করে ও এরাজ্যের মানুষের চাহিদার কথা মাথায় রেখে এই পত্র প্রকাশ করা হবে বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, দুর্নীতিই এবার শাসকের বিরুদ্ধে বঙ্গ বিজেপির মূল হাতিয়ার আর সংকল্প পত্রেও থাকবে তার প্রতিফলন।
শাসক দলের সঙ্গে পাল্লা দিয়ে এবার প্রচারে নেমেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা প্রচারে খামতি রাখছে না। শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে আক্রমণ শানাতেও পিছপা হচ্ছে না তারা। পঞ্চায়েত নির্বাচনে যদি গেরুয়া শিবির কয়েক পা এগিয়ে যেতে পারে, তাহলে ২৪-এ পথ অনেকটা পরিষ্কার হবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তাই সংকল্প পত্রে কী থাকবে, সেদিকে তাকিয়ে রয়েছে সব মহল।