WB Panchayat Polls 2023: ‘অভিমানী’ কাকা ISF প্রার্থী, তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বী ভাইপো, দেগঙ্গায় ‘গৃহযুদ্ধ’ দেখছে বিজেপি

WB Panchayat Polls 2023: শেখ আমিরুল হোসেন জানিয়েছেন, ২০১৮ সালে নিজের জমানো লক্ষ লক্ষ টাকা খরচ করেও জিততে পারেননি তিনি।

WB Panchayat Polls 2023: 'অভিমানী' কাকা ISF প্রার্থী, তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বী ভাইপো, দেগঙ্গায় 'গৃহযুদ্ধ' দেখছে বিজেপি
কাকা-ভাইপো দুই দলেImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 25, 2023 | 6:04 PM

দেগঙ্গা: মাত্র ৯টি ভোটে হেরে গিয়েছিলেন। তারপর থেকেই কদর কমে যায় দলে। তাই এবার ঘাসফুল ছেড়ে আইএসএফে আমিরুল। কিন্তু পরিবারে এখনও সেই ঘাসফুলের ছোঁয়া রয়ে গিয়েছে। প্রতিদ্বন্দ্বী হয়ে এবার ভোটযুদ্ধে তৃণমূলের পক্ষে লড়াছেন তাঁরই ভাইপো শেখ জালালউদ্দিন। একজনের লড়াই ‘উন্নয়ন’কে হাতিয়ার করে, অন্যজনের লড়াই ‘দুর্নীতি’র বিরুদ্ধে। কাকা-ভাইপোর লড়াইতে জয় হবে কার, সে দিকে তাকিয়ে আছে এলাকাবাসী। তবে পারিবারিক সম্পর্কে প্রভাব পড়বে না বলেই মনে করছেন তাঁরা।

উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় এবার প্রতিদ্বন্দ্বী একই পরিবারের দুই সদস্য। দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েতের ১৮৫ নম্বর বুথে দুই দলের প্রার্থী হিসেবে লড়ছেন কাকা আমিরুল হোসেন ও ভাইপো শেখ জালালউদ্দিন।

জানা গিয়েছে, ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়েছিলেন আমিরুল হোসেন। সে বার সিপিএমের কাছে হেরে তিনি। মাত্র ৯টি ভোটে পিছিয়ে গিয়েছিলেন প্রতিপক্ষের কাছে। তাঁর অভিযোগ, ভোটে হেরে যাওয়ায় দলে আর তেমন সম্মান পাননি তিনি। তাই অভিমানেই করেন দলবদল। এবার সেই একই বুথে বুথে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী আমিরুল।

এদিকে, ভাইপো শেখ জালালউদ্দিন চুটিয়ে প্রচার করছেন তৃণমূলের তরফে। দুজনেই জেতার বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী।

শেখ আমিরুল হোসেন জানিয়েছেন, ২০১৮ সালে নিজের জমানো লক্ষ লক্ষ টাকা খরচ করেও জিততে পারেননি তিনি। তাঁর দাবি, তিনি তৃণমূলের নীচু তলার নেতা-কর্মীদের দুর্নীতির বিরুদ্ধে লড়তে চান। তাই তিনি আইএসএফ-এর প্রার্থী হয়েছেন। জালালউদ্দিন বলছেন, কাকার সঙ্গে তাঁর সম্পর্কে কোনও প্রভাব পড়বে না। তাঁর দাবি, ১০ বছর ধরে ১৮৫ নম্বর বুথ সিপিএমের দখলে থাকলেও উন্নয়ন হয়নি। তৃণমূলই উন্নয়ন ঘটাতে পারবে বলে মনে করেন তিনি।

কাকা-ভাইপোর লড়াইকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। বারাসত সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক তরুণকান্তি ঘোষ বলেন, এ যেন গৃহযুদ্ধ! তাঁর দাবি, কাকা-ভাইপোর এভাবে দুই দল থেকে লড়াই আসলে তৃণমূলের ষড়যন্ত্র। এই রাজনৈতিক লড়াই রক্তক্ষয়ী সংঘর্ষের আকার নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।