Governor-Rajiva Sinha meet: কমিশনারকে আমি ডাকিনি, কমিশনই অনুরোধ করেছে: রাজ্যপাল

Governor-Rajiva Sinha meet: কমিশনার-রাজ্যপালের বৈঠকের খবর সামনে আসতেই প্রশ্ন ওঠে, রাজ্যপাল কি ফের তলব করেছেন রাজীব সিনহাকে?

Governor-Rajiva Sinha meet: কমিশনারকে আমি ডাকিনি, কমিশনই অনুরোধ করেছে: রাজ্যপাল
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 25, 2023 | 12:40 PM

কলকাতা: নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ডাকেননি রাজ্যপাল। বরং রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকেই বৈঠকের জন্য আবেদন জানানো হয়েছে। রবিবার সকালেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটা জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সূত্রের খবর, রবিবার বিকেলে রাজভবনে যেতে পারেন রাজীব সিনহা। এর আগে তাঁকে রাজ্যপাল বারবার তলব করা সত্ত্বেও তিনি যাননি। ইতিমধ্যেই কমিশনারের জয়েনিং লেটার ইস্যুতেও জল্পনা বেড়েছে। সেই আবহে কেন কমিশনার রাজ্যপালের সঙ্গে দেখা করতে উদ্যোগী হলেন, তা স্পষ্ট নয়। তবে, রাজ্যপাল জানিয়েছেন তিনি পঞ্চায়েত ভোটে নিয়ে কথা বলতে চান কমিশনারের সঙ্গে।

কমিশনার-রাজ্যপালের বৈঠকের খবর সামনে আসতেই প্রশ্ন ওঠে, রাজ্যপাল কি ফের তলব করেছেন রাজীব সিনহাকে? রবিবার সকালে সেই প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, “আমি রাজ্য নির্বাচন কমিশনারকে ডাকিনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকেই বৈঠকের জন্য অনুরোধ করা হয়েছে। আমি জানিয়েছিলাম, পঞ্চায়েত ভোট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কমিশনারের সঙ্গে কথা বলতে চাই। তিনি যদি আলোচনার জন্য প্রস্তুত থাকেন তাহলে তিনি যে কোনও দিন আসতে পারেন। আজও আসতে পারেন।”

রবিবার সকালে জোড়াসাঁকোর রথীন্দ্র মঞ্চে বিবেকানন্দ সেবা সম্মান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আনন্দ বোস। সেখানে মঞ্চে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি জানান, পরিস্থিতির চাপে অনেক অনুষ্ঠানে বা কর্মসূচিতে যেতে পারছেন না তিনি। পাশাপাশি জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বসেন, ‘সাধারণ মানুষের ক্ষমতাকে অবহেলা করবেন না।’

চলতি মাসের শুরুর দিকে কমিশনার পদে দায়িত্ব নেন রাজীব সিনহা। তার মাত্র কয়েকদিনের মধ্যেই কমিশন-রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে এসেছে। কিছুদিন আগেই কমিশনারের জয়েনিং লেটার ফেরত পাঠান রাজ্যপাল। শুধু তাই নয়, তাঁর নিয়োগ করা কমিশনার বাংলার মানুষকে হতাশ করেছে বলেও মন্তব্য করেছিলেন রাজ্যপাল। এই আবহেই রবিবার মুখোমুখি হতে পারেন আনন্দ বোস ও রাজীব সিনহা।

টিভি৯ বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস ২০২৩