৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব
বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উপলক্ষে নন্দনে একাধিক ছবি দেখানো হবে। এ ছাড়া শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উপলক্ষে 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক ১০০টি চিত্রকর্মের প্রদর্শনী হবে একাডেমি অফ ফাইন আর্টসে।
অরুণাভ রাহারায়: কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ বার নন্দনে শুরু হতে চলেছে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। কাল, ৫ ফেব্রুয়ারি শুরু হয়ে উৎসব চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিনের সময় দুপুর ১২টা থেকে রাত ৮টা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি।
উৎসবের আয়োজক বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় এবং কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাই কমিশন। উপস্থিত থাকবেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, নাট্য়-ব্য়ক্তিত্ব ব্রাত্য বসু-সহ আরও অনেকে। থাকবেন উপ-হাই কমিশনার তৌফিক হক। গতকাল, ৩ ফেব্রুয়ারি প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করা হয়।
আরও পড়ুন: সুখবর! জুলাইয়ে অনুষ্ঠিত হচ্ছে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা
পরিচালক গৌতম ঘোষ TV9 বাংলাকে বলেন, “বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। ১৯৯১-৯২ সালে করেছিলাম ‘পদ্মা নদীর মাঝি’। বাংলাদেশের নানা গ্রামে, পদ্মা-মেঘনায় শুটিং হয়েছিল। অনেকের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সেই সময় বাংলাদেশের একটা চেহারা দেখেছিলাম। এখন বাংলাদেশের অনেক ফিল্ম মেকার ভাল কাজ করছেন। নতুন ধরনের ছবি হচ্ছে।”
তাঁর আরও সংযোজন, “পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে একসঙ্গে মুক্তি পেয়েছিল ‘পদ্মা নদীর মাঝি’। বাংলাদেশে ভীষণ সাফল্য পেয়েছিল ছবিটি। অনেক বছর পর ‘মনের মানুষ’ মুক্তি পায়। সেই ছবিও দুই বাংলা নিয়ে। এরপর ‘শঙ্খচিল’। বাংলাদেশ ইন্ডাস্ট্রির সঙ্গে আমার আত্মিক যোগাযোগ। তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে নিশ্চয়ই অনেক নতুন ছবি দেখানো হবে। দুঃখের বিযয় কলকাতায় বাংলাদেশের ছবি মুক্তি পায় না। কিন্তু আমাদের ছবি টেলিভিশনের মাধ্যমে ওঁরা দেখতে পান। এই আদান-প্রদান যদি আরও গভীর হয়, তাহলে দুই বাংলার ইন্ডাস্ট্রি যৌথভাবে আরও শক্তিশালী হয়ে উঠবে।”
বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উপলক্ষে নন্দনে একাধিক ছবি দেখানো হবে। এ ছাড়া শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক ১০০টি চিত্রকর্মের প্রদর্শনী হবে একাডেমি অফ ফাইন আর্টসে। চলবে ৫ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
কোভিড ১৯ স্বাস্থ্যবিধি মেনেই বাংলাদেশ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে ঐতিহাসিক জনসভা করেছিলেন বঙ্গবন্ধু। তারই স্মরণে এ বারের দিনটি উদযাপন করতে চলেছে বাংলাদেশ হাই কমিশন।