‘বিক্রম ভেধা’-র হিন্দি রিমেক থেকে নিজেকে সরিয়ে নিলেন আমির খান!

মাধবন এবং বিজয় সেতুপতি অভিনীত তামিল ছবি ‘বিক্রম ভেধা’-র হিন্দি রিমেকে অভিনয় করার জন্য আমির খান এবং সইফ আলি খান দু’জনকেই স্ক্রিপ্ট শোনান হয়েছিল। কিন্তু স্ক্রিপ্ট শুনে পছন্দ হয়নি পারফেকশনিস্টের।তাই প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আমির খান।

‘বিক্রম ভেধা’-র হিন্দি রিমেক থেকে নিজেকে সরিয়ে নিলেন আমির খান!
আমির খান
Follow Us:
| Updated on: Dec 19, 2020 | 5:31 PM

মির খান (Aamir Khan)বরাবরই খুঁতখুঁতে। একবার স্ক্রিপ্ট পছন্দ হয়ে গেলে সিনেমার জন্য নিজেকে নিংড়ে দেন তিনি। আজ পর্যন্ত যা যা ছবি করেছেন, নিজেকে উজাড় করে ঢেলে দিয়েছেন আমির। তাই তো ইন্ডাস্ট্রিতে সবাই ওঁকে ‘মিঃ পারফেকশনিস্ট’ বলেই ডাকে! কোনও সিনেমার অফার এলে স্ক্রিপ্টটা খুঁটিয়ে পড়েন ‘মিঃ পারফেকশনিস্ট’।তারপরেই ‘হ্যাঁ’ করেন তিনি।

মাধবন এবং বিজয় সেতুপতি অভিনীত তামিল ছবি ‘বিক্রম ভেধা’হিন্দি রিমেকে অভিনয় করার জন্য আমির খান এবং সইফ আলি খান (Saif Ali Khan) দু’জনকেই স্ক্রিপ্ট শোনান হয়েছিল। কিন্তু স্ক্রিপ্ট শুনে পছন্দ হয়নি পারফেকশনিস্টের।তাই প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আমির খান।তবে সইফ আলি খান এখনও অবধি ছবিটি করছেন বলেই শোনা যাচ্ছে।

বিক্রমবেতাল’এর গল্প থেকে অনুপ্রাণিত হয়েই বিক্রম ভেধা’স্ক্রিপ্ট লেখা হয়েছিল।আমির খানের আগে বিক্রম ভেধা’স্ক্রিপ্ট নাকি শাহরুখ খানকে শোনান হয়েছিল। কিন্তু কিং খানও খুব একটা উৎসাহ দেখাননি।অথচ তামিল ছবিতে অভিনয় করে মাধবন এবং বিজয় সেতুপতি দু’জনেই সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন!

আরও পড়ুন :সময় মত শুটিং শেষ না হলে এবার থেকে ‘এক্সট্রা চার্জ’ করবেন রণবীর কপূর!

আমির খান এই মুহূর্তে ‘লাল সিং চাড্ডা’ নিয়ে খুব ব্যস্ত। ‘লাল সিং চাড্ডা’র কাজ শেষ করেই বিক্রম ভেধা’ করার কথা ছিল আমির খানের।কিন্তু এখন আর তা সম্ভব নয়। তাহলে কি অন্য কোনও ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন মিঃ পারফেকশনিস্ট’? শোনা যাচ্ছে গুলশান কুমারের বায়োপিকে অভিনয় করার কথা চলছে আমির খানের। এক সময় অক্ষয় কুমারের কাছে অফারটি গিয়েছিল। এখন শোনা যাচ্ছে অক্ষয় নন, আমির খানই নাকি মূল চরিত্রে অভিনয় করবেন!