অলিম্পিয়ান শার্প-শুটার অভিনব বিন্দ্রার বায়োপিক নিয়ে ছবি আপাতত স্থগিত

অলিম্পিয়ান শার্প-শুটার অভিনব বিন্দ্রার বায়োপিক নিয়ে ছবি আপাতত বন্ধ। কেন এই সিদ্ধান্ত তা অবশ্য জানা যায়নি। ছবি নিয়ে প্রি-প্রোডাকশনের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল। পরিচালক কান্নন আইয়ার ছবিটির পরিচালনার দায়িত্বে ছিলেন।

অলিম্পিয়ান শার্প-শুটার অভিনব বিন্দ্রার বায়োপিক নিয়ে ছবি আপাতত স্থগিত
অনিল কাপুর-হর্ষবর্ধন(বাবা-ছেলে)
Follow Us:
| Updated on: Feb 06, 2021 | 12:54 PM

অলিম্পিয়ান শার্পশুটার অভিনব বিন্দ্রার বায়োপিক নিয়ে ছবি আপাতত বন্ধ। কেন এই সিদ্ধান্ত তা অবশ্য জানা যায়নি। ছবি নিয়ে প্রিপ্রোডাকশনের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল। পরিচালক কান্নন আইয়ার ছবিটির পরিচালনার দায়িত্বে ছিলেন। এর আগে কান্নন আইয়ারের ‘ এক থি ডায়েন’ যথেষ্ট সাড়া ফেলেছিল।

অভিনব বিন্দ্রার বায়োপিক নিয়ে যথেষ্ট উৎসাহী ছিলেন অনিল কাপুর এবং ওঁর ছেলে হর্ষবর্ধন। উৎসাহ থাকাই স্বাভাবিক। বায়োপিকে অভিনব বিন্দ্রার চরিত্রেই অভিনয় করার কথা ছিল হর্ষবর্ধনের। অভিনবের বাবার ভূমিকায় অভিনয় করছিলেন অনিল কাপুর। রিয়্যাল লাইফের বাবাছেলে এই প্রথম রিল লাইফেও একই ভূমিকায় অভিনয় করতে যাচ্ছিলেন। কিন্তু শেষমেশ তা আর সম্ভব হচ্ছে না। আপাতত বন্ধ বায়োপিক তৈরির কাজ।

View this post on Instagram

A post shared by anilskapoor (@anilskapoor)

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, প্রথম থেকে এই রকম কাস্টিং ছিল না। বলিউডে অন্য এক জোড়া বাবাছেলেকে নিয়ে বায়োপিক বানাবার পরিকল্পনা করেছিলেন পরিচালক কান্নন। তিনি ঋষি কাপুর এবং রণবীর কাপুরকে নিয়ে বানাতে চেয়েছিলেন এই ছবি। রণবীর কাপুর এবং অভিনব বিন্দ্রার জন্মদিনও অবার একই দিনে। কিন্তু ঋষি কাপুর মারা যাবার পর সেই পরিকল্পনা বাতিল করেন পরিচালক। পরে বরুণ ধাওয়ানকে অফার করা হয়েছিল অভিনব বিন্দ্রার চরিত্রে অভিনয় করার জন্য। কিন্তু বরুণ রাজি হননি। তিনি জানিয়েছিলেন কেরিয়ারের প্রথম দিকে তিনি কোনও বায়োপিকে অভিনয় করতে চান না। অবশেষে অনিল কাপুর এবং ওঁর ছেলে হর্ষবর্ধনের কাছে আসে অফারটি। দু’জনেই লুফে নেয়। বিশেষ করে এই বায়োপিকটি হর্ষবর্ধনের কেরিয়ারে গুরুত্বপূর্ণ ছবি হতে চলেছিল।

আরও পড়ুন:জন্মদিনের রাতটা স্ত্রী-মেয়ের সঙ্গে কাটালেন অভিষেক বচ্চন, ইনস্টাতে পোস্ট ঐশ্বর্যা রাই বচ্চনের

সূত্রের খবর বাবাছেলে অভিনব বিন্দ্রার বায়োপিকে অভিনয় না করলেও নতুন পরিচালক রাজ সিং চৌধুরীর ছবিতে একসঙ্গে অভিনয় করছেন অনিল কাপুর এবং হর্ষবর্ধন