অক্ষয়কে দেখেই অভিযোগ বৃদ্ধের, ভোট দিয়ে বেরিয়েই ঝামেলা! ভাইরাল নায়কের ভিডিয়ো
Akshay Kumar: বুধবার অর্থাত্ ২০ নভেম্বর মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। ইতিমধ্য়েই মুম্বইয়ের ভোটকেন্দ্রগুলিতে তারকার মেলা। সচিন তেণ্ডুলকর থেকে জন আব্রাহাম, অক্ষয় কুমার-সহ অনেককেই দেখা গিয়েছে ভোটকেন্দ্রের বাইরে।
বুধবার অর্থাত্ ২০ নভেম্বর মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। ইতিমধ্য়েই মুম্বইয়ের ভোটকেন্দ্রগুলিতে তারকার মেলা। সচিন তেণ্ডুলকর থেকে জন আব্রাহাম, অক্ষয় কুমার-সহ অনেককেই দেখা গিয়েছে ভোটকেন্দ্রের বাইরে। সকাল সকাল ভোট দিতে গিয়েই একগুচ্ছ অভিযোগের মুখে পড়তে হল অক্ষয়কে। ভোট দিয়ে বেরিয়ে এসে এক বৃদ্ধের অভিযোগের মুখে পড়েন তিনি। কিন্তু কেন? কী ঘটেছে? নায়ক যখন ভোট দিয়ে বেরিয়ে আসেন ভোটকেন্দ্র থেকে তখন এক বৃদ্ধ এগিয়ে যান তাঁর সঙ্গে কথা বলার জন্য। বাকি তারকাদের মতো তাঁর নিরাপত্তারক্ষীরা বাধা দিতে যান সেই বৃদ্ধকে।
কিন্তু নায়ক নিজেই এগিয়ে আসেন তাঁর সঙ্গে কথা বলার জন্য। না কোনও সেলফি তোলার আবদার ছিল না তাঁর। উল্টে মনে ছিল ক্ষোভ। অক্ষয়কে হাতের নাগালে পেয়েই উগরে দিলেন। বৃদ্ধের কী অভিযোগ? বেশ কিছু দিন আগে নায়ক সর্বসাধারণের জন্য একটি শৌচালয় তৈরি করে দিয়েছিলেন। কিন্তু সেই শৌচালয়ের খুব খারাপ অবস্থা। গত তিন-চার বছর ধরে সেই শৌচালয়ের দেখ ভাল করেন তিনি। কিন্তু তার অবস্থা খুব খারাপ। সেই বৃদ্ধর দাবি এ বিষয়ে নায়ক যেন সাহায্য করেন। বৃদ্ধ বলেন, “শৌচালয়ে একটি লোহার বাক্স আছে। যা বার বার জং ধরে যায়। আমায় একটা বাক্স দিলে খুব উপকার হয়। তা দিয়েই কাজ হয়ে যাবে।”
View this post on Instagram
মন দিয়ে বৃদ্ধর অভিযোগ শোনেন নায়ক। তিনি জানিয়েছেন বিএমসি অর্থাত্ মুম্বই মহানগর পালিকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দেন। তিনি জানান, যা করার বিএমসি করবেন। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর নিমেষে ভাইরাল। উল্লেখ্য,২০২৩ সালের আগে পর্যন্ত ভারতের নাগরিক ছিলেন না নায়ক। তাঁর আগে কানাডার নাগরিক ছিলেন তিনি। অনেক সময় ‘কানাডা কুমার’ বলেও তাঁকে কটাক্ষ করা হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রথম ভোট দেন তিনি। তার পর বুধবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট দিলেন নায়ক। নিজের কেন্দ্রের সবার প্রথম ভোটার ছিলেন নায়ক।