Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বাচ্চার মায়েরা আমাকে দেখিয়ে বলে, ওই যে যাচ্ছে…’, কী বলতে চান বিপ্লব?

Biplob Chatterjee: খারাপ মানুষের বিশ্বাসযোগ্য অভিনয়ের কারণেই দর্শকের তিরস্কার জোটে বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের কপালে। কিন্তু একটি বিষয়ে ভীষণ ব্যথা পেয়েছেন বিপ্লব। বিষয়টি TV9 বাংলা ডিজিটালকে জানিয়েছেন বিপ্লব। সেটা কী?

'বাচ্চার মায়েরা আমাকে দেখিয়ে বলে, ওই যে যাচ্ছে...', কী বলতে চান বিপ্লব?
বিপ্লব চট্টোপাধ্যায়।
Follow Us:
| Updated on: Jun 29, 2024 | 9:45 AM

বাংলা সিনেমায় দুঁদে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন বিপ্লব চট্টোপাধ্যায়। পর্দায় তাঁর শয়তানি দেখে লোকে তিরস্কারও করেছেন বিপ্লবকে। সেই সমস্ত তিরস্কারকে মাথা পেতে মেনে নিয়েছেন অভিনেতা। মনে করেছেন, সেটাই তাঁর সেরা পুরস্কার। খারাপ মানুষের বিশ্বাসযোগ্য অভিনয়ের কারণেই দর্শকের অমন তিরস্কার জোটে এই অভিনেতার কপালে। কিন্তু একটি বিষয়ে ভীষণ ব্যথা পেয়েছেন বিপ্লব। বিষয়টি TV9 বাংলা ডিজিটালকে জানিয়েছেন বিপ্লব।

রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বিপ্লব দেখেছিলেন, কিছু মা তাঁর দিকে আঙুল তাক করেছেন। ছোট-ছোট ছেলেমেয়েদের তাঁকে দেখিয়ে বলছেন, “ওই দেখো দুষ্টুলোক”। এমনটা দেখে বিপ্লবের মন কেঁদে উঠেছে। একবার নয়, দু’বার নয়, বহুবার ঘটেছিল এমন ঘটনা। তারপর একদিন নিজেই ফোঁস করে ওঠেন বিপ্লব। রাস্তায় দাঁড়িয়ে থাকা এক মাকে গিয়ে তিনি বলেছিলেন, “আপনি কেন বাচ্চাটাকে আমাকে দেখিয়ে বলছেন, আমি দুষ্টুলোক। ওটা তো আমার অভিনয়। আমি কি সত্যি দুষ্টু? এমনটা দয়া করে করবেন না।”

বিপ্লব বলেছিলেন, “আমার ছোট বাচ্চা খুব ভাল লাগে। শিশুরা হয় নিষ্পাপ ফুলের মতো। তাঁদের চোখে আমি ভিলেন হতে চাই না একেবারেই।” তবে হ্যাঁ সমাজে এমন খারাপ লোকও ঘুরে বেড়ায়, যাঁরা আমার অভিনীত পর্দার চরিত্রগুলির থেকেও খারাপ। বড়রা যদি আমাকে দেখে তিরস্কার জানান, আমার তাতে খারাপ লাগে না। বরং সেটাকে আমার পুরস্কার বলেই মনে হয়।”