‘আমি জানি, যাঁরই স্বামী হই না কেন, শিবের মতোই হব’, শিবরাত্রীর দিন অকপট দিব্যজ্যোতি
Dibyojyoti Dutta: প্রেমিকা নেই তাঁর। তেমনটাই বলেছিলেন ছোট পর্দার অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। কিন্তু তাঁর মহিলা ফ্যান-ফলোয়ার বিরাট বড়। শিবরাত্রীর দিন উপোস করে শুটিং করছেন দিব্যজ্যোতি। বলেছেন, উপোস করাটা সম্পূর্ণভাবে ফিটনেসের ব্যাপার। তবে তিনি যে শিবের মতোই স্বামী হবে তা নিজ মুখে বলেছেন অভিনেতারা। সুন্দীরা শুনলেন?
‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে নায়ক ডঃ সূর্য সেনগুপ্তর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। সারাদিনই শুটিং চলে তাঁর। ব্যক্তি দিব্যজ্যোতির বৈশিষ্ট, তিনি জিম ফ্রিক, নিউট্রিশন নিয়ে লেখাপড়া করছেন এবং ঈশ্বরভক্ত। আজ শিবরাত্রী। তরুণ প্রজন্মের অভিনেতাদের মধ্য়ে দিব্যজ্যোতি সেই অভিনেতা, যিনি শিবরাত্রী করেন। এবং নির্জলা উপোস করেই দিনটা কাটাবেন। রাতের বেলায় বাড়ি ফিরে শিবের মাথায় জল দেবেন দিব্যজ্যোতি।
TV9 বাংলাকে ইন্দ্রাশিস বলেছেন, “আমি প্রত্যেকবারই শিবরাত্রীর দিন শিবের মাথায় জল ঢালি। আমি ভগবানকে বিশ্বাস করি খুবই। কেবল শিব নন, আমি হনুমানজিরও পুজো করি। প্রতিদিন হনুমানচালিসা পড়ি আমি। আজ কো একটা বিশেষ দিন। আমার শিবের দিন। আজ আমি সারাদিন জলটাও খাব না ভেবেছি। রাতে শুটিং শেষ হতে-হতে রাত ৯টা বাজবে। বাড়ি ঢুকতে-ঢুকতে রাত ১০টা। বাড়িতে গিয়েই শিবের মন্দিরে ছুটব। আমার বাড়ি নাকতলার কাছেই একটা জাগ্রত শিবের মন্দির আছে। সেখানেই আমি প্রতিবছর শিবরাত্রীর দিন শিবের মাথায় জল ঢালি। আরও তাই-ই করব আমি।”
প্রচলিত ধারণা, ছোট থেকেই মেয়েদের শিবের মাথায় জল ঢালতে বলা হয় ভাল স্বামী পাওয়ার জন্য়। শিবের মাথায় জল ঢাললেই নাকি তাঁর মতো ভোলাভালা স্বামী পাওয়া যায়। কিন্তু পুরুষদের অত উপোস করতে দেখা যায় না। এব্যাপারে দিব্যজ্যোতি নিজেকে ব্যতিক্রমই মনে করেন। গত বছরই শিবরাত্রীর দিন দিব্যজ্যোতি TV9 বাংলাকে বলেছিলেন, “৪-৫ বছর ধরে শিবরাত্রি পালন করছি আমি। পুরুষরা খুব একটা শিবরাত্রি পালন করেন না। কিন্তু আমি করি। সেই সব পুরুষদের তালিকায় আমার নাম আছে, যাঁরা প্রতি বছর শিবের মাথায় জল ঢালেন।” তিনি কি পার্বতীর মতো স্ত্রীকে জীবনে চাইছেন। দিব্যজ্যোতি বলেছিলেন, “এটা নিয়ে আমার কোনও চিন্তা নেই। আমি জানি, যাঁরই স্বামী হই না কেন শিবের মতোই হব। তবে এ কথা বলতে চাই, মহাদেব এমনই এক ঈশ্বর, যাঁর থেকে সব শুরু হয়েছে, যাঁর কাছে গিয়ে সব শেষ হয়েছে। মহাদেব সকলের। কেবল মহিলারাই শিবরাত্রি করবে, এমন তো কোনও বিষয় নেই।”