দলীয় সদস্য নন, তবু নিজের কেন্দ্রের এই প্রার্থীর জন্য খুল্লামখুল্লা ভোট চাইলেন ‘রামকৃষ্ণ’ সৌরভ

ছোটবেলা থেকেই রাজনৈতিক বাতাবরণে বেড়ে উঠেছেন সৌরভ। তাঁর বাবা খড়দহ পুরসভার অন্যতম প্রবীণ কাউন্সিলার। বিগত প্রায় ২০ বছর ধরে তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জয়ী হয়েছেন।

দলীয় সদস্য নন, তবু নিজের কেন্দ্রের এই প্রার্থীর জন্য খুল্লামখুল্লা ভোট চাইলেন 'রামকৃষ্ণ' সৌরভ
ছেলের সঙ্গে সৌরভ
Follow Us:
| Updated on: Apr 22, 2021 | 1:24 PM

নির্বাচনের আগে তাঁর কাছে অফার এসেছিল ভুরুভুরি। শাসক দল থেকে বিরোধী পক্ষ– বাদ যায়নি কেউই। তবু তিনি সক্রিয় রাজনীতিতে যোগদান করেননি। বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্বে যদিও অভিনেতার ফেসবুক পোস্টে দেখা গেল অন্য চিত্র। খড়দহ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল সিনহার হয়ে সরাসরি ভোট চাইতে দেখা গেল জনপ্রিয় অভিনেতা সৌরভ সাহাকে।

তাঁর যুক্তি ‘ক্ষুদ্রস্বার্থ ও দলতন্ত্র’-র বাইরে গিয়ে আপামর মানুষকে ভালবাসতে জানেন কাজল সিনহা, তাই তিনি কাজল সিনহার সমর্থক। ফেসবুক পোস্টে সৌরভ লিখেছেন, “ক্ষুদ্রস্বার্থ ও দলতন্ত্রের বাইরে গিয়ে আপামর মানুষকে যে ভালোবাসতে জানে তার নাম “কাজল সিনহা”… তার দলের সদস্য তো আমি নই তবু কেনো আমায় ভালোবাসে? কারন তিনি হৃদয় দিয়ে ভালোবাসতে জানে.. তাই আমি কাজল সিনহার সমর্থক.. আপনার একটি ভোট খড়দহের ভবিষ্যৎ গড়বে.. “১ নং” বোতাম টিপে ” কাজল সিনহা” কে জয়ী করুন।”

ছোটবেলা থেকেই রাজনৈতিক বাতাবরণে বেড়ে উঠেছেন সৌরভ। তাঁর বাবা খড়দহ পুরসভার অন্যতম প্রবীণ কাউন্সিলার। বিগত প্রায় ২০ বছর ধরে তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জয়ী হয়েছেন। এর আগে রাজনীতি, দলবদল ইত্যাদি নিয়ে টিভিনাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেছিলেন, “আমার কাছেও খুব উঁচুমহল থেকে প্রস্তাব এসেছে। কিন্তু যেহেতু একটি রাজনৈতিক পরিবারে আমি বড় হয়েছি, তাই চাইলেই হঠাৎ করে একটা দলে যোগ দিয়ে মঞ্চে উঠে পতাকা ধরলাম এবং সেই দলের সমর্থক হয়ে গেলাম…দলগত ভাবে হয়তো সেই সমর্থন আমার পক্ষে সম্ভব নয়।”

আরও পড়ুন, করোনা আতঙ্কের কারণে মুম্বই ছাড়লেন গৌরি-আরিয়ান?

জানিয়েছিলেন নিজে যদি কখনও রাজনীতিতে সক্রিয় যোগদানের সিদ্ধান্ত নেন সে ক্ষেত্রে তার প্রস্তুতি গ্রাসরুট থেকেই। আর সে কারণেই এ দিন পোস্টে কোনও নির্দিষ্ট দলের সমর্থক হিসেবে নিজেকে উল্লেখ না করে সৌরভ লিখলেন তিনি কাজল সিনহার অর্থাৎ ব্যক্তি মানুষের সমর্থক। যদিও ভবিষ্যতে কোনও বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে তিনি সক্রিয় যোগদান করবেন কিনা রা সময়েই বলবে।

প্রসঙ্গত, বুধবারই করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কাজল সিনহা। তবে সর্বশেষপ্রাপ্ত খবর অনুযায়ী আগের থেকে ভাল আছেন তিনি। ওই কেন্দ্রে সংযুক্ত মোর্চার প্রার্থী এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবজ্যোতি দাস এবং বিজেপি প্রার্থী তৃণমূল ত্যাগী শীলভদ্র দত্ত।