Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গুরুতর অসুস্থ রচনার নায়ক উত্তম মোহান্তি, দ্রুত নিয়ে যাওয়া হল দিল্লি

Uttam Mohanti: উত্তম মোহান্তির সঙ্গেই রয়েছেন তাঁর স্ত্রী অপরাজিতা মোহান্তি। অভিনেতাকে এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লি পাঠানো হয়েছে। ভুবনেশ্বর হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান মনোজ সাহু অভিনেতাকে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। 

গুরুতর অসুস্থ রচনার নায়ক উত্তম মোহান্তি, দ্রুত নিয়ে যাওয়া হল দিল্লি
Follow Us:
| Updated on: Feb 09, 2025 | 4:34 PM

গুরুতর অসুস্থ ওড়িয়া অভিনেতা উত্তম মোহান্তি। দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছেন এই জনপ্রিয় অভিনেতা। বেশ কিছুদিন আগে তাঁকে ভূবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থা অবনতি হওয়ায়, শনিবার রাতে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়। অভিনেতার ছেলে বাবুসান এই খবর সামনে আনেন। জানা যাচ্ছে, উত্তম মোহান্তির সঙ্গেই রয়েছেন তাঁর স্ত্রী অপরাজিতা মোহান্তি। অভিনেতাকে এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লি পাঠানো হয়েছে। ভুবনেশ্বর হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান মনোজ সাহু অভিনেতাকে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

ওড়িয়া সিনেমার এই কিংবদন্তি অভিনেতার কেরিয়ার বেশ সফল। ১৯৭৭ সালে ‘অভিমান’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। উত্তম মোহান্তি ও রচনা বন্দ্যোপাধ্যায়ের জুটি ছিল অতি জনপ্রিয় এবং তাঁদের ছবিগুলি ছিল সুপারহিট। অভিনেতা তাঁর দীর্ঘ কেরিয়ারে ১৩৫টিরও বেশি ওড়িয়া ছবিতে অভিনয় করেছেন, পাশাপাশি বাংলা ছবিতেও তাঁর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এছাড়াও, ১৯৯১ সালে হিন্দি ছবি ‘নয়া জহের’-এও তিনি অভিনয় করেছেন তিনি। বর্তমানে ‘বউ বুট্টু ভুটা’ ছবিতে কাজ করছিলেন, আগামী ১২ জুন তা মুক্তি পাওয়ার কথা। উত্তম মোহান্তিকে দিল্লি নিয়ে যাওয়ার আগে, তাঁকে দেখতে গিয়েছিলেন অভিনেতা রবি মিশ্র, ববি মিশ্র, প্রযোজক স্মিতা পট্টনায়ক, টুটু নায়ক সহ আরও অনেকে। বর্তমানে তাঁর বয়স হয়েছে ৬৬ বছর।