Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মৃণাল সেনের স্মরণসভায় গিয়ে অসুস্থ মাধবী মুখোপাধ্য়ায়, কী হয়েছে তাঁর, জানালেন কিংবদন্তি

Madhabi Mukhopadhyay: অসুস্থ অভিনেত্রী মাধবী মুখোপাধ্য়ায়। বাড়িতেই আছেন। কিন্তু কথা বলতেও অসুবিধা হচ্ছে মাধবীর। লেক গার্ডেন্সে মেয়ের বাড়িতে রয়েছেন তিনি। সর্দি, কাশি, জ্বর নিয়ে বসে আছেন সেখানে। TV9 বাংলাকে জানিয়েছেন সেই কথাই। কীভাবে অসুস্থ হয়েছেন সেই বর্ণনা দিয়েছেন অভিমান করে।

মৃণাল সেনের স্মরণসভায় গিয়ে অসুস্থ মাধবী মুখোপাধ্য়ায়, কী হয়েছে তাঁর, জানালেন কিংবদন্তি
মাধবী মুখোপাধ্যায়।
Follow Us:
| Updated on: Jan 30, 2024 | 2:00 PM

খুবই অসুস্থ হয়েছেন বাংলার কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। লেক গার্ডেন্সে মেয়ের বাড়িতে রয়েছেন তিনি। সর্দি, কাশি, জ্বর নিয়ে বসে আছেন সেখানে। TV9 বাংলাকে জানিয়েছেন সেই কথাই। কীভাবে অসুস্থ হয়েছেন সেই বর্ণনা দিয়েছেন অভিমান করে।

মৃণাল সেনের ১০০তম জন্মদিনে একটি অনুষ্ঠান হয় দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া অঞ্চলে। সেখানকার একটি ক্লাব প্রথমে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু সময়ের অভাবে মিঠুন শেষ মুহূর্তে না আসতে পারায় মাধবীকে নিয়ে যাওয়া হয়। অভিমানের সুরে মাধবী বলেছেন, “মৃণাল সেনের জন্মের ১০০ বছরের অনুষ্ঠান। আমি না করতে পারিনি। ওরা মানিকদাকে নিয়েও একটা অনুষ্ঠান করেছিল। মিঠুনের আসার কথা ছিল। ও আসতে পারেনি বলে আমি যাই। কিন্তু কী অবস্থা দেখুন, সেখানে গিয়ে আমি খুবই অসুস্থ হয়ে পড়ি।”

মাধবী জানিয়েছেন, যেখানে অনুষ্ঠানটি হয়েছিল সেটি ছিল খোলা মাঠের মতো। বলেন, “মাথার উপর কোনও ছাউনি ছিল না। হুহু করে ঠান্ডা হওয়া বইছিল। আমার তো বয়স হয়েছে। শরীর খারাপ হয়ে যায় মুহূর্তে। আমি এক্কেবারে অসুস্থ হয়ে পড়ি।”

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শুটিং বালিত হয়েছে মাধবীর। একটি বাংলা সিনেমার শুটিং করার কথা ছিল তাঁর। কিন্তু সেই শুটিংটা আর করা হল না তাঁর। বললেন, “ওদের না বলে দিলাম। এই অসুস্থতা নিয়ে কীভাবে ঘণ্টার পর ঘণ্টা শুটিং করব বলুন…”