আদিত্য রায় কাপুর চার মাস ধরে কুঙ ফু শিখেছেন,কেন জানেন?
আদিত্য রায় কাপুর চার মাস ধরে কুঙ ফু শিখেছেন। লক ডাউনে দেশজুড়ে যখন সমস্ত জিম,আখরা বন্ধ ছিল, তখনও কুঙ ফু শেখা থেকে নিজেকে সরিয়ে নেননি তিনি। বরং আরও বেশি করে মার্শাল আর্টে ডুব দিয়েছিলেন আদিত্য। অতিমারিও তাঁকে আটকাতে পারেনি।
আদিত্য রায় কাপুর চার মাস ধরে কুঙ ফু শিখেছেন। লক ডাউনে দেশজুড়ে যখন সমস্ত জিম,আখরা বন্ধ ছিল, তখনও কুঙ ফু শেখা থেকে নিজেকে সরিয়ে নেননি তিনি। বরং আরও বেশি করে মার্শাল আর্টে ডুব দিয়েছিলেন আদিত্য। অতিমারিও তাঁকে আটকাতে পারেনি। যখন করোনা–ভয়ে বিশ্বসুদ্ধ লোক গৃহবন্দী, তখন নিজের জীবনের তোয়াক্কা না করে কুঙ ফু শিখছিলেন কেন আদিত্য?
পরিচালক কপিল ভর্মা আদ্যন্ত একটি অ্যাকশন ছবি বানাচ্ছেন ‘ওম’। এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন আদিত্য রায় কাপুর। চরিত্রটি মার্শাল আর্টে পারদর্শী। সেই চরিত্রটিকে হুবহু ফুটিয়ে তুলতেই আদিত্যর কুঙ ফু শেখা। আদিত্যর এই নিষ্ঠা সত্যি তারিফযোগ্য। তিনি কুঙ ফু ছাড়াও শিখছেন তাই চি।
View this post on Instagram
ভরা লক ডাউনে কেমন করে শিখলেন আদিত্য মার্শাল আর্ট? ইন্ডাস্ট্রি সূত্রে খবর প্রযোজক আহমেদ খান আদিত্যর বাড়িতেই কুঙ ফু শেখার সমস্ত ব্যবস্থার আয়োজন করে দিয়েছিলেন। তাঁকে আর পাবলিক জিম খোলার জন্য অপেক্ষা করতে হয়নি। এমনকী নাচ শেখার জন্য বান্দ্রাতে একটা হলও বুক করে দিয়েছিলেন প্রযোজক। প্রত্যেক দিন দু’ঘন্টা করে সেখানে গিয়ে নাচ শিখেছেন আদিত্য। এখানেই শেষ নয়। চরিত্রকে নিখুঁত ভাবে ফুটিয়ে তোলার জন্য আলাদা করে শেফ রাখা হয়েছিল। তিনি এমন ভাবে রান্না করে দিতেন যাতে শরীরের শেপ এতটুকু নষ্ট না হয়।
আরও পড়ুন :ক্যাটরিনা-সিদ্ধার্থ খেললেন ব্যাডমিন্টন! আর নাচলেন ইশান খট্টর: দেখুন ভিডিও
আগের মাসেই ফ্লোরে গেছে ‘ওম’। গোরেগাঁও ফিল্ম সিটিতে জোরকদমে শুটিং চলছে এখন। শোনা যাচ্ছে এরপর গোটা টিম উড়ে যাবে তুর্কিতে।