‘রানির সামনে মাথা নত কর’, প্রাক্তন ডিজিপিকে বললেন কঙ্গনা

পপস্টার রিহানাকে 'ফুল' আখ্যা দিয়েছেন। তাপসীকে বলেছেন, 'দেশের বোঝা'। মা তুলে আক্রমণও করেছেন প্রকাশ্যে। এ বার প্রাক্তন ডিজিপি, বিধায়ক ও সাংসদ হরিশ্চন্দ্র মীনাকে টুইট বাণে বিদ্ধ করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। 'রানির সামনে মাথা নত' করার 'উপদেশ'-ও দিলেন অভিনেত্রী।

'রানির সামনে মাথা নত কর', প্রাক্তন ডিজিপিকে বললেন কঙ্গনা
Follow Us:
| Updated on: Feb 06, 2021 | 7:43 PM

পপস্টার রিহানাকে ‘ফুল’ আখ্যা দিয়েছেন। তাপসীকে বলেছেন, ‘দেশের বোঝা’। মা তুলে আক্রমণও করেছেন প্রকাশ্যে। এ বার প্রাক্তন ডিজিপি, বিধায়ক ও সাংসদ হরিশ্চন্দ্র মীনাকে টুইট বাণে বিদ্ধ করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ‘রানির সামনে মাথা নত’ করার ‘উপদেশ’-ও দিলেন অভিনেত্রী।

প্রসঙ্গত সাম্প্রতিক কালে কৃষক বিদ্রোহ নিয়ে কঙ্গনার একের পর এক টুইটে হরিশচন্দ্র মীনা কঙ্গনার উদ্দেশে একটি টুইট করেন। টুইটে তিনি লেখেন, “আমি জানতে চাই কঙ্গনা কেন সব বিষয়ে কমেন্ট করেন? সোশ্যাল মিডিয়ার পাওয়ার প্লে-তে সে কি কেবল দাবার ঘুঁটি? তাঁর রাজনৈতিক এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চাই”। এর পরেই সম্মুখ সমরে নামেন কঙ্গনা। মীনার উদ্দেশ্যে তাঁর পাল্টা টুইট, “আমার যোগ্যতা? হাহা…আমি বিশ্বাস করি আমি একজন সাধারণ মানুষ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এত বোকাদের মাঝে মনে হয় আমিই নেতৃত্ব দেওয়ার জন্য শ্রেষ্ঠ ব্যক্তি। তাই রানির সামনে মাথা নত কর।”

প্রাক্তন ডিজিপির প্রতি এ হেন মন্তব্যে স্তম্ভিত নেটিজেনদের একাংশ। ‘রানি’ বলতে এক্ষেত্রে তিনি নিজেকেই বুঝিয়েছেন কিনা তা কঙ্গনা স্পষ্ট করে না বললেও তাঁর অভিনীত ‘কুইন’ ছবি , ‘মণিকর্ণিকা’ ছবিতে রানি লক্ষ্মীবাইয়ের চরিত্রে অভিনয় এবং অন্যান্যা নানা কারণে কঙ্গনাকে যে বলিউডের ‘কুইন’ বলের তাঁর ভক্তকুল সে কথা অজানা নেই স্বয়ং অভিনেত্রীরও।

হরিশচন্দ্র মীনা রাজস্থানের দৌসা এলাকার সাংসদ ছিলেন। কিন্তু ২০১৮-র নির্বাচনে তিনি ভারতীয় জনতা পার্টি ছেড়ে দিয়ে কংগ্রেসে যুক্ত হন। বর্তমানে রাজস্থানের জয়পুরের দেওরি-উনিয়ারা কেন্দ্রের বিধায়ক তিনি। কঙ্গনার ওই টুইট বাণে যদিও এখনও পাল্টা উত্তর দেননি হরিশচন্দ্র মীনা।