‘পুরুষ বন্ধুকে ঠোঁটে চুমু’, অক্ষয়-পুত্র সমকামী? চলল দিনভর তুলোধনা
Akshay Kumar: বেশ কিছু সময় আগে এক ছবি ভাইরাল হয়। সেই খানে দেখা যায় এক রাত পার্টি পুরুষসঙ্গীকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খাচ্ছেন এক তরুণ। অনেকেই দাবি করেন, ওই তরুণ আর কেউ নন, অক্ষয়ের সন্তান। চেহারার সঙ্গে একাধিক মিলও খুঁজে বের করা হয়েছিল সেই সময়।

‘হোমোফোবিয়া’– ডিজিটাল যুগে খুবই পরিচিত এক শব্দবন্ধ। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় সমকামী সম্পর্কে আছেন এমন কোনও ব্যক্তিকে দেখলেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়া। দুনিয়াজুড়ে এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। এবার এই হোমোফোবিয়ারই সম্মুখীন হতে হল অক্ষয় কুমারের ছেলে আরভ কুমারকে। নেপথ্যে তাঁর একটি ছবি। তুতো বোন নাওমিকার সঙ্গে একটি ছবি সামনে এসেছে তাঁর। যা দেখার পর থেকেই সামাজিক মাধ্যমে চলেছে চরম তুলোধনা। মাত্র ২১ বছরের আরভকে শিকার হতে হয়েছে নীতিপুলিশির। একজন লিখেছেন, “ওরির মতো লাগছে (ওরি সমকামী, তা তিনি নিজেই জানিয়েছেন অতীতে)।” আর একজন লিখেছেন, “অক্ষয় কুমারের যে দুই মেয়ে তা তো আগে জানতাম না।” অনেকেরই আবার দাবি তাঁকে নাকি ক্রিকেটার প্যাট কামিন্সের মতো দেখতে! কেউ কেউ আবার টেনে এনেছেন এক পুরনো ঘটনাও।
View this post on Instagram
বেশ কিছু সময় আগে এক ছবি ভাইরাল হয়। সেই খানে দেখা যায় এক রাত পার্টি পুরুষসঙ্গীকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খাচ্ছেন এক তরুণ। অনেকেই দাবি করেন, ওই তরুণ আর কেউ নন, অক্ষয়ের সন্তান। চেহারার সঙ্গে একাধিক মিলও খুঁজে বের করা হয়েছিল সেই সময়। তা নিয়ে কম চর্চা হয়নি। যদিও বাবা অক্ষয় অথবা মা টুইঙ্কল খান্না এ নিয়ে নীরবতাই বজায় রেখেছেন এখনও পর্যন্ত।
স্টারকিড হলেও মিডিয়ার থেকে নিজেকে বরাবরই সরিয়ে রেখেছেন আরভ। লাইমলাইট এড়িয়ে চলেন। এই মুহূর্তে বিদেশে পড়াশোনা করছেন। সামাজিক মাধ্যমেও খুব একটা সক্রিয় থাকতে দেখা যায় না তাঁকে। বলিউডে পা রাখার এযাবৎ কোনও ইচ্ছে নেই বলেই শোনা যায়।





