বেঙ্গল টপার স্কোরে ‘পরিণীতা’ ১১, ‘মিঠাই’ নাকি ৫৬! বাকিরা কে কোথায়?
একই চ্যানেলে রাট আটটাতে দেখানো হতো আদৃত রায় আর সৌমিতৃষা কুণ্ডু অভিনীত 'মিঠাই'। জানেন কি, কতবার সেটি বেঙ্গল টপার হয়েছে? শুনলে তাক লেগে যাওয়ার জোগাড়। 'মিঠাই' নাকি ৫৬ বারের বেঙ্গল টপার। মানে, আরও ৪৫ বার বেঙ্গল টপার হলে তবে, 'মিঠাই'-কে ছুঁতে পারবে 'পরিণীতা'।

ব্লকবাস্টার ধারাবাহিক সেটাই যেটা বার্ক রেটিং অনুযায়ী নির্দিষ্ট গ্রুপে বেঙ্গল টপার হবে। ইদানীং তাক লাগিয়ে দিচ্ছে ‘পরিণীতা’। এর মধ্যেই ১১ বার বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিক। ঈশানী চট্টোপাধ্যায় আর উদয় প্রতাপ সিং রয়েছেন ধারাবাহিকের নায়ক-নায়িকা হিসাবে। রাত আটটার সময়ে দেখানো হয় এই ধারাবাহিক। একই চ্যানেলে রাট আটটাতে দেখানো হতো আদৃত রায় আর সৌমিতৃষা কুণ্ডু অভিনীত ‘মিঠাই’। জানেন কি, কতবার সেটি বেঙ্গল টপার হয়েছে? শুনলে তাক লেগে যাওয়ার জোগাড়। ‘মিঠাই’ নাকি ৫৬ বারের বেঙ্গল টপার। মানে, আরও ৪৫ বার বেঙ্গল টপার হলে তবে, ‘মিঠাই’-কে ছুঁতে পারবে ‘পরিণীতা’। ‘গীতা এলএলবি’ নাকি ৬ বার বেঙ্গল টপার হয়েছে। ‘কথা’ বেঙ্গল টপার হয়েছে ৯ বার। ‘গাঁটছড়া’ আর ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক ১৮ বার বেঙ্গল টপার হয়েছিল। ‘ফুলকি’ নাকি ২৫ বার বেঙ্গল টপার হয়েছে। জগদ্ধাত্রীর স্কোর আরও বেশি। ইতিমধ্যেই ৩৩ বারের বেঙ্গল টপার এই ধারাবাহিক। অনুরাগের ছোঁয়া ৩৭ বারের বেঙ্গল টপার। ‘অনুরাগের ছোঁয়া’-র রেটিং কিছুটা কমেছে। তবে ‘জগদ্ধাত্রী’ অনেক সপ্তাহেই প্রথম পাঁচে থাকে। যদিও এক নম্বর জায়গা হারিয়েছে এই ধারাবাহিকটা। লক্ষণীয়, অপেক্ষাকৃত নতুন ধারাবাহিকগুলোর মধ্যে ‘পরিণীতা’ই সবচেয়ে এগিয়ে রয়েছে। সেই ধারাবাহিককে সরিয়ে আর কোনও ধারাবাহিক বেঙ্গল টপার হতে পারবে কিনা, তার দিকে নজর রয়েছে দর্শকদের। অতীতে ‘মা’ বা ‘করুণাময়ী রাণী রাসমণি’-র মতো ধারাবাহিক বহু সপ্তাহ ধরে বেঙ্গল টপার ছিল। এখন পরিস্থিতি বদলেছে অনেকটাই। আইপিএল চলছে। তারও প্রভাব থাকতে পারে বাংলা টেলিভিশনের রেটিংয়ের উপর। এখন ‘মিঠাই’-এর রেকর্ড ব্রেক করতে পারবে কিনা কোনও বাংলা ধারাবাহিক, সেটাই দেখার অপেক্ষা।





