‘ব্যর্থতা থেকে শিক্ষা নিন’, অভিষেকের পোস্টে আবারও বিচ্ছেদ জল্পনা
Abhishek-Aishwarya Relation: আরাধ্যাও নাকি কখনও মা কিংবা কখনও বাবার সঙ্গে থাকছেন। যদিও এই বিচ্ছেদের প্রসঙ্গে কোনও মন্তব্যই করতে শোনা যায়নি এই জুটিকে। এমনকি বচ্চন পরিবারে এখন যে সবটা স্বাভাবিক রয়েছেন, এমন ছবি খুব কম হলেও উঠে আসছে মাঝে মধ্যেই।

বেশ কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটাই জল্পনা তুঙ্গে। আর তা হল ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের খবর। দিন দিন নাকি দূরত্ব বাড়ছে নাকি তাঁদের। বচ্চন পরিবার নাকি ছেড়েছেন ঐশ্বর্য। শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে ঐশ্বর্য রাই বচ্চন নাকি থাকছেন না আর বচ্চন পরিবারে। যদিও তাঁরা নাকি এই দূরত্বের খবর প্রকাশ্যে আনতে চাইছেন না। অধিকাংশেরই মত তাঁরা আদালা হতে চলেছেন। বিবাহ বিচ্ছেদের পথেই নাকি হাঁটছেন এই জুটি। একে অন্যের সঙ্গে থাকছেনও না, সে খবরে যদিও এখনও শিলমোহর পড়েনি। আরাধ্যাও নাকি কখনও মা কিংবা কখনও বাবার সঙ্গে থাকছেন। যদিও এই বিচ্ছেদের প্রসঙ্গে কোনও মন্তব্যই করতে শোনা যায়নি এই জুটিকে। এমনকি বচ্চন পরিবারে এখন যে সবটা স্বাভাবিক রয়েছেন, এমন ছবি খুব কম হলেও উঠে আসছে মাঝে মধ্যেই।
তবে তাঁদের সোশ্যাল মিডিয়ায় পোস্টিং, এক সঙ্গে কোথাও উপস্থিতির ধরন, বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তাঁরা মোটেও স্বাভাবিক সম্পর্কে নেই। তারই মাঝে আবার ঘি ঢালছে বচ্চন পরিবারের এক একজনের সোশ্যাল মিডিয়া পোস্ট। যা নিয়ে বিভিন্ন মহলে চর্চা থাকে তুঙ্গে। এবার জুনিয়র বচ্চন সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘দ্য ফিয়ার অব ফেইলিং উইল ডেস্ট্রয় ইয়োর ড্রিমস। লার্নিং ফ্রম ফেইলিওর উইল বিল্ড ইয়োর ড্রিমস।’ অর্থাৎ হেরে যাওয়ার ভয় স্বপ্নকে নষ্ট করে দেয়। কিন্তু ব্যর্থতা থেকে শিক্ষা নিলে সেটা আপনার স্বপ্নকে বাস্তব করে তোলে। যে পোস্ট দেখাব মাত্রই নেটপাড়ার মন্তব্য, তবে কোন ভুল কিংবা ব্যর্থতার কথা বলতে চাইছেন বচ্চন? তবে কী সম্পর্কের ইঙ্গিতেই এই পোস্ট। জল্পনা তুঙ্গে।





