নীতু করোনা আক্রান্ত হলেও অনিলের রিপোর্ট নেগেটিভ

বলিউডে আর এক সূত্রের দাবি, করোনা আক্রান্ত নীতু এবং রাজ। বরুণের টেস্টের রিপোর্ট এখনও জানা যায়নি।

নীতু করোনা আক্রান্ত হলেও অনিলের রিপোর্ট নেগেটিভ
শুটিং শুরুর আগে অনিল এবং নীতু। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Dec 04, 2020 | 2:39 PM

নীতু কপূর (Neetu Kapoor), বরুণ ধাওয়ান (Varun dhawan) এবং ‘যুগ যুগ জিও’-র পরিচালক রাজ মেহেতা করোনা আক্রান্ত হলেও অনিল কপূরের (Anil Kapoor) করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে দাবি করেছেন বনি কপূর। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, অনিলের রিপোর্ট নেগেটিভ। তবে শুটিং বাতিল হওয়ায় চণ্ডীগড় থেকে মুম্বই ফিরছেন অভিনেতা।

বলিউডে আর এক সূত্রের দাবি, করোনা আক্রান্ত নীতু এবং রাজ। বরুণের টেস্টের রিপোর্ট এখনও জানা যায়নি। তবে এ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি কোনও তারকা।

আরও পড়ুন, ‘মন্নত’-এর ছাদ নতুন করে সাজালেন গৌরী, দেখুন ছবি

কিছুদিন আগেই রাজ মেহেতার পরের ছবি ‘যুগ যুগ জিও’-র শুটিং শুরু করেছিলেন তিন তারকা। মূল চরিত্রদের মধ্যে ছিলেন কিয়ারা আডবাণীও। প্রথমে নীতু, অনিল, বরুণ এবং রাজের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। কিন্তু পরে জানা যায়, অনিল করোনা মুক্ত।

করোনা আতঙ্কের মধ্যেই লকডাউন পর্বের শেষে আনলক পর্বে শুরু হয়েছে বেশ কিছু সিনেমার শুটিং। সব রকম সাবধানতা মেনেই চলছে কাজ। কিন্তু তার মধ্যেও বিপদ এড়ানো গেল না। ধর্মা প্রোডাকশন এই ছবির প্রযোজক। এখনও তাঁদের তরফে প্রকাশ্যে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, কবে ফের শুটিং শুরু হবে, তা এখনও কেউ জানেন না। ফলে ২০২১-এ এই ছবি মুক্তির বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই।

গত নভেম্বরের মাঝামাঝি চণ্ডীগড়ে এই ছবির শুটিং শুরু হয়েছিল। বহুদিন পর ক্যামেরার সামনে ফেরার কারণে উত্তেজিত ছিলেন নীতু। সেই আনন্দ ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল অডিয়েন্সের সঙ্গে। এতদিন পর কামব্যাকের কৃতিত্ব দিয়েছিলেন দুই সন্তান রণবীর এবং ঋদ্ধিমাকে। নীতু লিখেছিলেন, “অনেক বছর পরে সেটে ফিরলাম। নতুন কিছু শুরুর জন্য এবং সিনেমার ম্যাজিকের জন্য আমার এই ফেরা। আমি তোমার ভালবাসা এবং উপস্থিতি অনুভব করতে পারছি। মা থেকে কপূর সাহেব বা রণবীর সব সময় আমার পাশে রয়েছে। এখন আমি একা। একটু ভয় লাগছে। কিন্তু আমি জানি, তুমি সব সময় আমার সঙ্গে রয়েছ।”

আরও পড়ুন, হ্যারি পটারের লুকে মাধুরী! হঠাৎ এই পরিবর্তন কেন?

২০১৩-এ নীতুর শেষ ছবি ‘বেশরম’ মুক্তি পেয়েছিল। সে ছবিতে ঋষি এবং রণবীরের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। সাত বছর পরে ফের ফ্লোরে ফিরলেন বটে। তবে অসুস্থ হয়ে পড়লেন।