‘জন্মদিনের পার্টিতে সন্দীপকে কেন আমন্ত্রণ?’ সোশ্যাল মিডিয়ায় রোষের মুখে অঙ্কিতা
সোশ্যাল মিডিয়ায় ট্রোলড অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে।
সোশ্যাল মিডিয়ায় ট্রোলড অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে। জন্মদিনের পার্টিতে সন্দীপ সিংকে আমন্ত্রণ জানাবার কারণে নেটাগরিকদের রোষের শিকার অভিনেত্রী। রবিবার ৩৬ বছর পূর্ণ করলেন অভিনেতা অঙ্কিতা লোখন্ডে। সেই উপলক্ষে বয়ফ্রেন্ড ভিকি জৈনের সঙ্গে সেলিব্রেশনে মেতেছিলেন তিনি। হাজির ছিলেন বি-টাউনের চেনা বন্ধুরাও।
তাঁর জন্মদিনের শেয়ার করা ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়ায়। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে বি-টাউনের অন্যান্য সেলেবের পাশপাশি উপস্থিত রয়েছেন সন্দীপও। আর তাতেই অঙ্কিতার উপর ক্ষোভ উগরে দিয়েছে সুশান্ত -ভক্তরা। একজন লিখেছেন, “সুশান্ত স্যরের রহস্য মৃত্যুতে যখন প্রথম থেকেই সন্দেহের তীর সন্দীপের উপর তখন জন্মদিনে তাঁকে আমন্ত্রণ জানিয়ে আপনি ঠিক করেননি।” আর একজনের বক্তব্য, “এ বার থেকে আপনাকে আর বিশ্বাসই করতে পারব কিনা জানি না”।
View this post on Instagram
গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই বারেবারেই শিরোনামে উঠে এসেছে সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু বলে নিজেকে দাবি করা সন্দীপ সিংয়ের নাম। যদিও সুশান্তের পরিবার, প্রেমিকা রিয়া চক্রবর্তী জানিয়েছিলেন সন্দীপকে চেনেন না তাঁরা। শাসক দলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়েও উঠেছিল প্রশ্ন। সুশান্তের মৃত্যুর দিন ঘটনাস্থলে হাজির ছিলেন সন্দীপও। সুশান্তের দেহ যে অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হয় তার চালক কিছুদিন দাবি করেছিলেন, সন্দীপ তাঁর সঙ্গে নাকি আলাদাভাবে কথা বলেছিলেন।
First Ankita lied on national T.V in interview with Arnab that she doesn’t know who is Disha
And now the accused Sandeep Singh at her birthday party & enjoying. How much she Hide from us. And it is our right to ask questions. We need answer @anky1912 #IndiaRoars4SSR pic.twitter.com/bILx6VwAK0
— #JusticeForSushantSinghRajput❤?? || Nandini:) (@ShashiSRajput) December 20, 2020
View this post on Instagram
সন্দীপ যদিও জানিয়েছিলেন, বন্ধুর মৃত্যুর খবর শুনে তিনি ছুটে গিয়েছিলেন তাঁর বাড়ি। সেখানে সুশান্তের এক দিদি এবং বাড়ির কিছু সদস্য ছাড়া কেউ-ই ছিলেন না। “ওঁদের দুঃসময়ে পাশে দাঁড়ানটা কি ভুল হল”, প্রশ্ন তুলেছিলেন সন্দীপ।