গন্ধের অনুভূতি নেই, করোনা আক্রান্ত হলেন আবির
শারীরিক ভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন অভিনেতা। পরিবারের বাকি সদস্যরাও কোভিড টেস্ট করিয়ে নেবেন বলে জানিয়েছেন তিনি।
করোনা (Covid 19) আক্রান্ত হলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই এই খবর শেয়ার করেছেন তিনি। গন্ধের অনুভূতি একেবারে চলে গিয়েছে। তবে শারীরিক ভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন অভিনেতা। পরিবারের বাকি সদস্যরাও কোভিড টেস্ট করিয়ে নেবেন বলে জানিয়েছেন তিনি।
আবির লিখেছেন, ‘ফের প্রমাণ হল জীবনে কিছুই নিশ্চিত নয়। আমি যে প্রোডাকশন টিমের সঙ্গে কাজ করেছি তাঁরা সব রকম সাবধানতা নিয়েছিলেন। আমি নিজেও সুরক্ষার বিষয়ে সচেতন ছিলাম। তবুও করোনায় আক্রান্ত হয়েছি। যদিও আমি সম্পূর্ণ সুস্থ। শুধুমাত্র গন্ধের অনুভূতি একেবারে চলে গিয়েছে। আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে আলাদা করে নিয়েছি। পরিবারের সকলে দ্রুত পরীক্ষা করাবেন। আমি শুধু এটুকু আশা করছি, ওরা সুস্থ থাকবে। যাঁদের সঙ্গে কাজের সূত্রে গত কয়েকদিন ধরে দেখা হয়েছে আমার তাঁদের টেস্ট করিয়ে নেওয়ার অনুরোধ করব। আপনাদের ভালবাসা এবং প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ।’
— Abir Chatterjee (@itsmeabir) December 20, 2020
দিন কয়েক আগেই একটি বিজ্ঞাপনের শুটিংয়ে সুদীপা চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলেন আবির। সেই টিমের সব কলাকুশলীদের সুরক্ষার স্বার্থেই টেস্ট করিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
View this post on Instagram
বাড়িতে বয়স্ক বাবা-মা এবং ছোট মেয়ে রয়েছেআবিরের। তাই নিজে দ্রুত নিভৃতবাসে চলে গিয়েছেন। আপাতত তাঁর সুস্থ হওয়ার প্রার্থনা করছেন অনুরাগীরা। মিমি চক্রবর্তী, পার্নো মিত্রর মতো টলিউডে আবিরের সহকর্মীরাও দ্রুত সুস্থতার কামনা করেছেন।
আরও পড়ুন, প্রথমবার জন্মদিনে মেয়েকে কোলে নিয়ে কেক কাটব: অঙ্কিতা