কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন অনুপম খের, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি
বলিউডের অনেকেই কোভিড ভ্যাকসিন নিতে শুরু করেছেন। সম্প্রতি ভ্যাকসিন নিয়েছেন পরেশ রাওয়াল, সইফ আলি খান, রাকেশ রোশন। এবার এই লিস্টে নাম লেখালেন অনুপম খের।
দেশজুড়ে কোভিড-১৯ টিকাকরণ শুরু হয়েছে। অনেকেই নিতে শুরু করেছেন কোভিডের এই টিকা। সম্প্রতি এই লিস্টে নাম লেখালেন অভিনেতা অনুপম খের। গতকাল কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন তিনি। টিকাকরণের সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্টও করেছেন। ডাক্তারদের এবং ভারত সরকারকে ধন্যবাদও জানিয়েছেন অভিনেতা।
অনুপম খের কোভিডের ভ্যাকসিন নিয়ে টুইট করেন, “ভ্যাকসিনের প্রথম ডোজ নিলাম! দেশে টিকাকরণ সম্ভব করার জন্য ধন্যবাদ সমস্ত ডাক্তারদের, স্বাস্থ্যকর্মীদের, বিজ্ঞানীদের এবং ভারত সরকারকে। জয় হো!”
Got my #COVID19 first dose vaccination!! Thank you all the doctors, medical staff, scientist and Govt. Of India for making it possible. India Rocks. Jai Ho! ???? @PMOIndia @drharshvardhan pic.twitter.com/56dzuTflpO
— Anupam Kher (@AnupamPKher) March 9, 2021
অনুপম খেরের মত বলিউডের অনেকেই কোভিড ভ্যাকসিন নিতে শুরু করেছেন। সম্প্রতি ভ্যাকসিন নিয়েছেন পরেশ রাওয়াল, সইফ আলি খান, রাকেশ রোশন। যদিও কোভিডের টিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল্ড হয়েছেন অভিনেতা সইফ আলি খান। মিম-মন্তব্যে ছয়লাপ ইনস্টাগ্রাম থেকে ফেসবুকের কমেন্ট সেকশন। সবার একটাই প্রশ্ন, “সইফ যে সিনিয়র সিটিজেন তা তো আগে জানা ছিল না”।ভারতে দ্বিতীয় দফার টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে গত ১ মার্চ থেকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানান হয়েছে টিকাকরণের ক্ষেত্রে ষাটোর্ধ্ব ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। যদি ৪৫ বছরের কোনও ব্যক্তি কোমরবিডিটি যেমন লিভার সিরোসিস, ক্যানসারের মতো রোগে আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে তাঁদেরও আগে টিকা নেওয়ার ব্যবস্থা থাকবে। নেটিজেনদের ক্ষোভ, সইফ এই দুই ক্রাইটেরিয়ার অন্তর্গত নন।
আরও পড়ুন :এ বছর ইন্টারন্যাশানাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভ পুরস্কার (FIAF) পাচ্ছেন অমিতাভ বচ্চন
খুব শীঘ্রই অনুপম খেরকে দেখা যাবে ‘হ্যাপি বার্থডে’ ছবিতে। ‘হ্যাপি বার্থডে’ ছোট ছবি। এই ছবিতে আছেন অহনা কুমার। ওঁর ‘কাশ্মীর ফাইলস’ও মুক্তির অপেক্ষায়। এই ছবিতে অনুপম খের ছাড়াও আছেন মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, পুনিত ইশার এবং আরও অনেকে। ছবিটি পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী। শোনা যাচ্ছে ১৫ আগস্ট ছবিটি মুক্তি পাবে। বছর দুই আগে তাঁকে ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।