অনুপমের সঙ্গে হঠাৎই মুখোমুখি পরমব্রত! ডেকে নিয়ে বললেন…

Anupam Roy: কথা হয় তাঁদের? রয়েছে বন্ধুত্ব? এবার সেই ঝলকই মিলল সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন দুই তারকাই।

অনুপমের সঙ্গে হঠাৎই মুখোমুখি পরমব্রত! ডেকে নিয়ে বললেন...
অনুপমের সঙ্গে হঠাৎই মুখোমুখি পরমব্রত
Follow Us:
| Updated on: Apr 01, 2024 | 4:07 PM

এই মাস দুয়েক আগে তাঁরা দু’জনেই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে কম কাঁটাছেড়া হয়নি। অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করার জন্য ‘বউ চোর’-এর তকমাও জুটেছিল পরমব্রতর। দিন কেটেছে, এসেছে নতুন বছর। তাঁদের দু’জনের মধ্যেকার সম্পর্ক এখন কোন খাতে বইছে তা নিয়ে যদিও নেটিজেনদের উৎসাহ কমেনি। কথা হয় তাঁদের? রয়েছে বন্ধুত্ব? এবার সেই ঝলকই মিলল সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন দুই তারকাই। পুরস্কার বিতরণী ওই অনুষ্ঠানে অনুপম ছিলেন পুরস্কার প্রাপকের তালিকায়। ওদিকে সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়।

মঞ্চে তাঁকে ডেকে নেন পরমব্রত। তাঁর হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়। অর্ধাঙ্গিনী ছবির সঙ্গীতের জন্য পুরস্কার পান গায়ক। আর তাঁর এই কৃতিত্বের পর খোলা মঞ্চেই পরমব্রত বলে ওঠেন, “অনেক অনেক অভিনন্দন জানাই অনুপমকে”। দু’জনের এই সৌহার্দ্যপূর্ণ আচরণ বেশ ভালই লেগেছে সাধারণের। তাঁদের দু’জনের তিক্ততা নিয়ে এর আগে রটেছিল অনেক কিছুই। তবে সে সব যে নেহাতই রটনা এই ঘটনা যেন তাই প্রমাণ করে।

ব্যক্তিগত জীবনে থেমে নেই অনুপমও। মার্চ মাসেই প্রশ্মিতা পালকে বিয়ে করেছেন তিনি। প্রশ্মিতা নিজেও গায়িকা। প্রায় এক বছরের সম্পর্ক তাঁদের। এর আগে পিয়া জানিয়েছিলেন, অনুপমের বিয়ের খবর জানতে পেরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। যদিও টিভিনাইন বাংলার এক সাক্ষাৎকারে অনুপম জানিয়েছিলেন, পিয়া বা পরমের বিয়ের কথা তিনি জানতেন না। তাঁর এই মন্তব্যের বিরোধিতা করে ‘নিবেদিতা অনলাইন’ নামক এক ইউটিউব চ্যানেলকে পরম জানান, তিনি নিজেই বিয়ের কথা জানিয়েছিলেন অনুপমকে। একই ইন্ডাস্ট্রির অংশ ওঁরা। তাই ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি যাতে তাঁদের পেশাগত জীবনে প্রভাব না ফেলে তা বজায় রাখতেই সচেষ্ট তাঁরা।