Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নতুন বছরেই বিয়ে করছেন কাঞ্চন-শ্রীময়ী? ‘কোনও কিছুই তো…’

কাঞ্চন ও শ্রীময়ী সম্পর্ক নিয়ে আলোচনা আজকের নয়। বিগত দুই বছর ধরেই তাঁদের নিয়ে চলছে নানা গসিপ। কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর এখনও আইনত বিচ্ছেদ হয়নি। যদিও বহুদিন ধরেই আলাদা থাকেন তাঁরা।

নতুন বছরেই বিয়ে করছেন কাঞ্চন-শ্রীময়ী? 'কোনও কিছুই তো...'
শ্রীময়ী-কাঞ্চন।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2024 | 10:31 PM

হঠাৎ করেই টলিপাড়া সরগরম। এক এক করে বিয়ের খবরের মাঝে হঠাৎ করেই রটেছে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ নাকি বিয়ে করে নিচ্ছেন। চলছে নানা আলোচনা। আর তাঁরা? তাঁরা কী বলছেন? টলিপাড়ার চর্চিত এই জুটির সঙ্গে যোগাযোগ করা হলে দু’জনেই এই খবরে মান্যতা দেননি। বরং সংবাদমাধ্যমের প্রশ্নে শ্রীময়ী বলেন, “আমাদের কোনও কিছুই তো কারও অজানা নয়। তা হলে কেন খামোখা লুকিয়ে বিয়ে করতে যাব?’’ অন্যদিকে সামনে লোকসভা নির্বাচনের জন্য বেজায় ব্যস্ত কাঞ্চন। তাই এই ধরনের ‘রসিকতায়’ তিনি একটুও বিচলিত হতে চান না বলে দাবি তাঁর।

কাঞ্চন ও শ্রীময়ী সম্পর্ক নিয়ে আলোচনা আজকের নয়। বিগত দুই বছর ধরেই তাঁদের নিয়ে চলছে নানা গসিপ। কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর এখনও আইনত বিচ্ছেদ হয়নি। যদিও বহুদিন ধরেই আলাদা থাকেন তাঁরা। এমতাবস্থায় আইন কাঞ্চনকে বিচ্ছেদ না হওয়া পর্যন্ত পুনর্বিবাহের অধিকার দেয় না। তাই যা রটেছে, তা যে রটনা ছাড়া আর কিছুই নয়, তাই সাফ জানিয়েছেন দু’জনেই।

প্রসঙ্গত, কাঞ্চন ও শ্রীময়ী এই বিশেষ বন্ধুত্ব কিন্তু আজকের নয়। ২০১৩ সালে প্রথম বার উত্তরপাড়ার বিধায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন শ্রীময়ী। আবারও দশ বছর পর কিছু দিন আগেই তাঁদের দেখা গিয়েছিল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকেও। কাঞ্চনের সঙ্গে তাঁর সম্পর্ক ঠিক কোন খাতে এগচ্ছে তা এযাবৎ ধোঁয়াশাই রেখেছেন শ্রীময়ী। কখনও কাঞ্চনকে ভাল বন্ধু, কখনও অভিভাবক হিসেবে আখ্যা দিয়েছেন। আগামী দিনে কোন দিকে চালিত হয় তাঁদের এই ‘বন্ধুত্ব’, তা জানতে মুখিয়ে থাকা মানুষের সংখ্যা কিন্তু নেহাত কম নয়।