সঞ্জয় লীলা বানশালির ‘হীরা মান্ডি’তে আলিয়া ভাট ছাড়া আর কে কে থাকছেন?
লাহোরে এক বেশ্যাপল্লির ভেতরের কাহিনি নিয়ে ছবি ‘হীরা মান্ডি’।
পরিচালক সঞ্জয় লীলা বানশালি ওঁর নতুন ছবি ‘হীরা মান্ডি’-র প্রি-প্রোডাকশন শুরু করে দিয়েছেন। ‘হীরা মান্ডি’ সঞ্জয়ের ‘ড্রিম প্রজেক্ট’। প্রথমে কথা ছিল সঞ্জয় নিজেই পরিচালনা করবেন। কিন্তু এখন শোনা যাচ্ছে ওঁর সহ-পরিচালক বিভু পুরি ছবিটি পরিচালনা করবেন। ক্রিয়েটিভ প্রোডিউসার হিসাবে নিজে থাকবেন। ছবিটি দেখান হবে একটি ওটিটি প্ল্যাটফর্মে। সিনেমা হলে রিলিজ করবে না বলেই কি সঞ্জয় পরিচালনার থেকে সরে এনেল? তা অবশ্য জানা যায়নি।
লাহোরে এক বেশ্যাপল্লির ভেতরের কাহিনি নিয়ে ছবি ‘হীরা মান্ডি’। সঞ্জয়ের প্রথম থেকেই পছন্দ ছিল আলিয়া ভাটকে। এখন শোনা যাচ্ছে আলিয়া ছাড়া বলিউডের এক ঝাঁক প্রথম সারির অভিনেত্রী অভিনয় করছেন এই ছবিতে। কারা কারা থাকছেন ছবিতে? উঠে এসেছে এক ঝাঁক অভিনেত্রীর নাম। কে নেই সেখানে? ঐশ্বর্যা রাই বচ্চন, মাধুরী দীক্ষিত, দীপিকা পাডুকোন, বিদ্যা বালন, মনীষা কৈরালা, পরিণীতি চাপড়া–চাঁদের হাট বসতে চলেছে ‘হীরা মান্ডি’তে। সঞ্জয় নিজে কাস্টিং দেখছেন। নায়িকাদের নিজে ফোন করছেন। একান্ত ডেট প্রবলেম না হলে সঞ্জয়কে কেউ ‘না’বলবেন না বলেই আশা করা যায়।
সঞ্জয় লীলা বানশালি এই মুহূর্তে ‘গাঙ্গুবাঈ’-এর পোস্ট প্রোডাকশন নিয়ে ব্যস্ত। ‘গাঙ্গুবাঈ’তেও অভিনয় করছেন আলিয়া ভাট। সব কিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের মাঝামাঝি রিলিজ করতে পারে ‘গাঙ্গুবাঈ’।
সঞ্জয় এখন একসঙ্গে দুটো ছবির কাজ করছেন। ‘হীরা মান্ডি’ যতই বিভু পুরি পরিচালনা করুক, ছবির প্রতিটা ফ্রেমে যে থাকবে সঞ্জয় লীলা বানশালির ছাপ এ-কথা বলাই বাহুল্য।