মিকা সিংয়ের সঙ্গে নিউ ইয়ার পার্টিতে গান গাইলেন হৃতিক, ভাইরাল ভিডিয়ো
নাচেন ভাল, অভিনয়েও ফুল মার্কস। এ বার গানেও হাঁকালেন ছক্কা।
নাচেন ভাল, অভিনয়েও ফুল মার্কস। এ বার গানেও হাঁকালেন ছক্কা। গায়ক মিকা সিংয়ের সঙ্গে নিউ ইয়ার পার্টিতে জমিয়ে গান গাইলেন হৃতিক রোশন। তাঁর প্রথম ছবি ‘কহো না প্যায়ার হ্যায়’-এর গান ‘এক পল কা জিনা’ই শোনা গেল হৃতিকের কণ্ঠে। ইতিমধ্যেই তাঁর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মিকা নিজেও শেয়ার করেছেন হৃতিকের গান।
বছর শেষে হৃতিক খানিক নস্টালজিক। তাই তাঁর গলায় শোনা গেল তাঁর প্রথম ছবির গানই। শুধু গানই গাইলেন না। নাচলেনও তিনি। ‘এক পল কা জিনা’র সেই সিগনেচার স্টেপ দিয়েই জমিয়ে দিলেন বছর শেষের রাত। মিকার হাত গিটার। ডোরাকাটা সোয়েট শার্ট হৃতিক তখন ‘রকস্টার’। ভিডিয়ো শেয়ার করে মিকা লিখেছেন, “ধন্যবাদ রাকেশ রোশন এত সুন্দর একটি পার্টি আয়োজন করার জন্য। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।”
View this post on Instagram
গানের শখ যে হৃতিকে বহুদিনের সে প্রমাণ আগেও মিলেছে। এর আগে প্লেব্যাকও করেছেন তিনি। গান গেয়েছেন অ্যাওয়ার্ড শো-র মঞ্চে। এ ছাড়াও ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে নিজের লিপে নিজেই গান গেয়েছিলেন তিনি। কিছু দিন আগেই সপরিবারে ‘ওয়ান্ডার উওম্যান’ দেখতে গিয়েছিলেন হৃতিক। লকডাউনের পর প্রথম বার সিনেমা হলে সিনেমা দেখে আপ্লুত হয়েছিলেন গ্রীক গড। সে ছবি শেয়ারও করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।