Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অভিনব উপায়ে বরুণকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বন্ধু অর্জুন কাপুর

বরুণের জন্মদিন বলে কথা! গোটা বলিউড শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে বরুণকে। সোশ্যাল মিডিয়ার কমেন্ট-বক্স উপচে পড়ছে। কৃতি শ্যানন থেকে শুরু করে কিয়ারা আডবাণী,অনুষ্কা শর্মা, করিশ্মা কাপুর, আলিয়া ভাট সকলেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনব উপায়ে বরুণকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বন্ধু অর্জুন কাপুর
অর্জুন-বরুণ
Follow Us:
| Updated on: Apr 24, 2021 | 6:08 PM

আজ (২৪ এপ্রিল) বলিউডের ‘হার্টথ্রব’ বরুণ ধাওয়ানের জন্মদিন। দেখতে দেখতে ৩৪ টা বসন্ত পার করে ফেললেন ‘কলঙ্ক’-এর নায়ক। ২০১২ সালে করণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ করে বলিউডে পা রেখেছিলেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন বরুণ।

বরুণের জন্মদিন বলে কথা! গোটা বলিউড শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে বরুণকে। সোশ্যাল মিডিয়ার কমেন্ট-বক্স উপচে পড়ছে। কৃতি শ্যানন থেকে শুরু করে কিয়ারা আডবাণী,অনুষ্কা শর্মা, করিশ্মা কাপুর, আলিয়া ভাট সকলেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে একেবারে অভিনব উপায়ে বরুণকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর খুব কাছের বন্ধু এবং অভিনেতা অর্জুন কাপুর। বরুণ এবং অর্জুন ঘনিষ্ঠ বন্ধু। স্বাভাবিকভাবে প্রিয় বন্ধুর শুভেচ্ছার ধরণ তো অন্যদের থেকে আলাদা হবেই। কীভাবে শুভেচ্ছা জানালেন অর্জুন?

View this post on Instagram

A post shared by Arjun Kapoor (@arjunkapoor)

অর্জুনের শুভেচ্ছার কায়দায় রয়েছে রসবোধ। বরুণ বরাবরই শরীর-সচেতন। তাঁর সুঠাম শরীরের উদ্দামতা, পেশীর প্রাবল্য এবং তীব্রতা অনেকেরই রাতের ঘুম কেড়ে নিয়েছে। বরুণের এই নিখুঁত শরীর-জ্যামিতি একদিনে হয়নি। এর পেছনে রয়েছে ঘাম-ঝরানেো পরিশ্রম। বন্ধুর এই কঠোর পরিশ্রমের মূল্য দেবেন না অর্জুন তা কি হয়? তিনি তাই বরুণের সমস্ত জামা-খোলা উদোম শরীরের ছবির কোলাজ করে একটা ভিডিয়ো বানিয়েছে। ব্যাকগ্রাউণ্ডে চালিয়ে দিয়েছেন ‘মুংগলি’-র সেই বিখ্যাত গান ‘জঙ্গল জঙ্গল বাত চালি হ্যায়’। এই ভিডিয়োটা বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখে দিয়েছেন “ শার্টলেস ওয়ান্ডার অফ জুহু, হ্যাপি বার্থ ডে”। স্বাভাবিকভাবে এই অভিনব কায়দায় শুভেচ্ছা বিনিময়ে মজা পেয়েছে বরুণের ফ্যানরা।

আরও পড়ুন:করণ জোহরের ধর্মা প্রোডাকশনের সঙ্গে কি গাঁটছড়া বাঁধছে না দক্ষিণের অন্যতম বড় প্রযোজনা সংস্থা লাইকা প্রোডাকশন?

বরুণ সদ্যই অরুণাচল প্রদেশ থেকে ‘ভেড়িয়া’-র শুটিং করে ফিরেছেন। এই ছবিতে তাঁর বিপরাতে আছেন কৃতি শ্যানন। এপ্রিলের শেষ থেকেই তাঁর ‘যুগ যুগ জিও’-র শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির জন্য শুটিং পিছিয়ে গিয়েছে।